আরও ২ দিন ছুটি বেড়ে গেল রাজ্যে, বড়সড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী

আরও ২ দিন ছুটি বেড়ে গেল রাজ্যে, বড়সড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্যের সরকারি কর্মীদের জন্য  বড়সড় সুখবর। বেড়ে গেল বছরে আরও ২দিন ছুটি। বুধবার বড়সড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এমন ঘোষণা করেন। সরকারি কর্মীদের বছরে আরও ২ দিন ছুটি বাড়িয়ে দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “এতদিন আমাদের রাজ্যে সবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে ছিল। অনেকদিন ধরেই এই দুটো দিন ছুটি ঘোষণার দাবি ছিল। তাই এবার থেকে ওই দুই দিন রাজ্য সরকার ছুটি দেবে বলে ঠিক  করেছে।”

একটি নির্দিষ্ট শ্রেণীর জন্যই এতদিন ওই দুটি দিন রাজ্যে ছুটি থাকত। তবে এবার সমস্ত রাজ্য সরকারি কর্মীরাই ওই দুটো দিন ছুটি পাবেন। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ”বাংলায় ছুটির সংখ্যা বেশি। আমরা সমস্ত পরব উদযাপন করি। কেউ দোলে ছুটি পায়, কেউ ঈদে। সর্ব ধর্ম, সর্ব কর্মর মিলন স্থল আমাদের এই বাংলা।”

মমতা আরও বলেন, ”আমাদের রাজ্যে মাতৃত্বকালীন ছুটি ৭৩১ দিন। পিতৃকালীন ছুটিও দেওয়া হয় এক মাস। রাজ্য সরকারি কর্মীরা ভাল কাজ করেন। তাই তারা বছরে একটু বেশি ছুটি আশা করতেই পারেন। আমাদের সরকার যে কোনও কর্মীর কাজকে কুর্ণিশ জানায়।”

(Feed Source: news18.com)