Justin Trudeau: শেষ হয়ে গেল আঠারো বছরের উষ্ণ মধুর দাম্পত্য! কানাডার প্রধানমন্ত্রী এখন বিবাহবিচ্ছিন্ন…

Justin Trudeau: শেষ হয়ে গেল আঠারো বছরের উষ্ণ মধুর দাম্পত্য! কানাডার প্রধানমন্ত্রী এখন বিবাহবিচ্ছিন্ন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি। বিচ্ছেদসংক্রান্ত আইনি নথিতে স্বাক্ষরও করেছেন তাঁরা। গতকাল, বুধবার ট্রুডোর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। তাঁদের এই বিচ্ছেদের মধ্যে দিয়ে ট্রুডো-সোফির মধুর দাম্পত্যজীবনের আঠারোটি বছর অতিবাহিত হল! ২০০৫ সালের মে মাসের শেষের দিকে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তিন সন্তান তাঁদের।

ট্রুডোর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আইনি ও নীতিগত যেসব কাজ করতে হয়েছে, তা তাঁরা একসঙ্গেই সাঙ্গ করেছেন। ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তাঁরা আদতে একটি পরিবারের মতো হয়েই থাকবেন। তিন সন্তান যাতে নিরাপদে ও নির্ঝঞ্ঝাটে বড় হতে পারে সেটা নিশ্চিত করতে মনোযোগী হবেন ট্রুডো ও সোফি উভয়েই। পরের সপ্তাহেই তাঁরা একটি ছুটিতে যাচ্ছেন।

জাস্টিন ট্রুডোর বয়ানে একটি ট্যুইট করে বিচ্ছেদের বিষয়টি জানানো হয়েছে। সেখানে ট্রুডো লিখছেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন কথাবার্তার শেষে সোফি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা আলাদা থাকব। তবে বরাবরের মতোই আমরা পারস্পরিক শ্রদ্ধা-ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকব, যা আমরা এতদিন ধরে গড়ে তুলেছি এবং আগামী দিনেও আমরা যা গড়ে তুলব, সেসবের জন্যই।

বার্তাটির শেষে এসে জাস্টিন ট্রুডো খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন। তিনি লিখেছেন– তবে আমাদের সন্তানের মঙ্গলের জন্য, তাদের ভালো ভাবে বেঁচে থাকার জন্য আমি সকলকে অনুরোধ করব যে, আপনারা সকলে আমাদের ও আমাদের সন্তানদের প্রাইভেসিকে মর্যাদা দিন।

(Feed Source: zeenews.com)