বেহালায় ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত পড়ুয়া! আগুন জ্বলল পুলিশের গাড়িতেও

বেহালায় ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত পড়ুয়া! আগুন জ্বলল পুলিশের গাড়িতেও

কলকাতা: বেহালায় লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু। আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ওই পড়ুয়ার বাবা। এরপরই রণক্ষেত্রের চেহারা নিল বেহালা এলাকা। পুলিশের গাড়িতে আগুন। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অভিভাবকের সঙ্গে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল ওই স্কুল পড়ুয়া। বরিশা স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ছিল সে। সেসময় মাটি বোঝাই একটি লরি ধাক্কা মারে।

তাতেই ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এলাকায় ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে ভাঙচুর করে। অভিযোগ, একজন মাত্র পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে ছুটে আসে, ততক্ষণে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। রাস্তা অবরোধ করে জনতা। ডায়মন্ড হারবার রোড সহ বেহালা চৌরাস্তাও অবরুদ্ধ হয়ে পড়ে।

উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীও। পুলিশের তরফে কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর। পাল্টা উন্মত্ত জনতার ছোড়া পাথরে আহত হয়েছেন কয়েক জন পুলিশকর্মী। আহত হয়েছেন বেশ কয়েক জন স্থানীয়ও। স্থানীয় এক মহিলার মুখে কাঁদানে গ্যাসের সেল এসে লাগায় গভীর ক্ষত হয়েছে বলে অভিযোগ। যা ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে।

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ছটা নাগাদ। প্রায় আড়াই ঘণ্টা ধরে রাস্তা অবরুদ্ধ থাকার পর পুলিশের বিশাল বাহিনী পৌঁছায় এলাকায়। এলাকার পরিস্থিতি এখনও যথেষ্ট থমথমে।

(Feed Source: news18.com)