করণ জোহর পরিচালনায় ফিরেছেন দীর্ঘ সাত বছর পরে। রকি অউর রানি কি প্রেম কাহানি-র প্রথম সপ্তাহের রিপোর্ট বলছে ছবি বক্স অফিসে হিট। রণবীর সিং আর আলিয়া ভাটের অভিনয় যেমন প্রশংসা পেয়েছে তেমনই করণ জোহরের পরিচালনা। করণের ছবির মধ্যে যে সমাজবদলের এমন একটা বার্তা থাকবে তা ভাবতে পারেননি অনেকেই। তবে দর্শকদের বিশেষ করে বাংলার মানুষদের কাছে এই ছবির ভালোলাগার আরও একটা জায়গা হচ্ছে দুই বাঙালি অভিনেতা-টোটা রায় চৌধুরী আর চূর্ণী গঙ্গোপাধ্যায়। বিশেষ করে ‘ডোলা রে’-তে টোটার কত্থক তো এখন টক অফ দ্য টাউন।
ছবিতে দুর্গাপুজোর একটি সিকোয়েন্সে রণবীর সিংহের সঙ্গে পাল্লা দিয়ে ‘ডোলা রে ডোলা’ গানের সঙ্গে কত্থক নাচেন টোটা। টোটার নাচের প্রশংসা করেছেন স্বয়ং করণ জোহর। কদিন আগে অভিনেতা একটা ভিডিয়ো পোস্ট শেয়ার করে নেন সোশ্যালে। যাতে দেখা যায়, টোটার নাচ দেখে হলের দর্শকেরা হাততালি এবং সিটিতে ভরিয়ে দিচ্ছে হল। সেই ভিডিয়োটি শেয়ার করে টোটা লিখেছিলেন, ‘কলকাতায় হাউজফুল শো-তে দর্শকদের প্রতিক্রিয়া।’ টোটার সেই পোস্ট করণ জোহর শেয়ার করে লেখেন, ‘টোটা তুমি স্টার’। উত্তরে টোটার জবাব ছিল, ‘এই সাফল্য আপনার জন্য স্যার। আমার উপর আস্থা রাখার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।’
তবে এই নাচটা এত সহজ ছিল না। এর জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে টোটাকে। প্রশিক্ষণ নিতে হয়েছে লম্বা সময় ধরে। আনন্দবাজারকে অভিনেতা জানান, করণ সাফ জানিয়ে দিয়েছিলেন নাচতে জানলেই হবে না কত্থক শিখতে হবে। যা শুনে কলকাতায় পারমিতা মৈত্রের কাছে তালিম নিতে শুরু করেন তিনি। এই গানের কোরিওগ্রাফি করেন মুম্বইয়ের বিখ্যাত বৈভবী মার্চেন্ট। সেখানকারই নিকিতা বানাওয়ালিকরের কাছ থেকে নাচটা তোলেন। কলকাতা আর মুম্বই মিলিয়ে চার মাস প্রশিক্ষণ নিয়েছেন। সঙ্গে বাড়িতে নিয়মিত অভ্যাস তো ছিলই।
এই ছবিতে আলিয়ার বাবার চরিত্রে দেখা গিয়েছে টোটাকে। চরিত্রের নাম চন্দন চট্টোপাধ্যায়। যে একটু নারীসুলভ পুরুষ। অনেকেরই মত, করণ নিজের ছাপ রেখেই নাকি এই চরিত্রটা বেছেছেন।
আপাতত খবর রয়েছে, করণ জোহরের এই সিনেমা প্রথম সপ্তাহে ৭০ কোটি আয় করে ফেলেছে। আশা করা যাচ্ছে, দ্বিতীয় সপ্তাহে এই আয় আরও বাড়বে। আশা রাখা যাচ্ছে, ২০০ কোটির ঘরে থাকবে সিনেমাখানা।
(Feed Source: hindustantimes.com)