সেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হল, যোগ্যতা কী লাগবে, কবে পরীক্ষা সবটা জানুন

সেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হল, যোগ্যতা কী লাগবে, কবে পরীক্ষা সবটা জানুন

স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট। এবার সেই পরীক্ষায় বসার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। অনেকেরই কলেজে অধ্য়াপনা করার ব্যাপারে স্বপ্ন থাকে। সেই স্বপ্ন পূরণের জন্য় এবার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত ১ অগাস্ট থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত মঙ্গলবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল কলেজ সার্ভিস কমিশন। এই পরীক্ষা দিলে রাজ্যের মধ্যে কলেজে পড়ানোর ক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে।

তবে এতে যোগ্য়তামান কী লাগবে, পরীক্ষার জন্য় ঠিক কী ধরনের নিয়ম মানতে হবে, নম্বর কত লাগবে সব কিছু আপনি ওই বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন। এই সেটের আবেদন সংক্রান্ত বিষয়গুলি জানার জন্য www.wbcsconline.in এই ওয়েবসাইটে যেতে হবে।

প্রথমেই জেনে নিন সেট পরীক্ষার জন্য ঠিক কীভাবে আবেদন করা যাবে…

প্রথমেই আপনাকে www.wbcsconline.in এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানেই আপনি প্রয়োজনীয় সব তথ্য পেয়ে যাবেন।

সেখানে প্রয়োজনীয় যে সমস্ত তথ্য চাওয়া হবে সেগুলি আপনাকে দিতে হবে। এখানেই আপনাকে ছবি আপলোড করতে হবে। অন্যান্য তথ্যও আপনাকে দিতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ফি আপনাকে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার পরে কনফারমেশন পেজের প্রিন্ট আউট আপনার কাছে রেখে দিতে হবে।

গত ১ অগাস্ট থেকে শুরু হয়েছে সেটের আবেদন প্রক্রিয়া। আগামী ৩১ অগাস্ট রাত ১২টা পর্যন্ত এই সুযোগ থাকবে। বিভিন্ন নথিপত্র যেগুলি চাওয়া হয়েছে সেগুলি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনও ভুল না করাটাই বাঞ্চনীয়। তবে তারপরেও কোনও ভুল থাকলে ৯-১১ সেপ্টেম্বরের মধ্য়ে তা সংশোধন করা যাবে। আগামী ১৭ ডিসেম্বর হবে সেটের পরীক্ষা। তার আগে এখনই আবেদন করতে হবে।

জেনারেল ক্যাটাগরির জন্য ১২০০ টাকা, ওবিসির জন্য ৬০০ টাকা ও এসসি, এসটি, রূপান্তরকামী, বিশেষভাবে সক্ষমদের জন্য ৩০০ টাকা করে লাগবে।

সব মিলিয়ে ৩৩টি বিষয়ের উপর পরীক্ষা হবে। প্রতি পেপারে ১০০ করে নম্বর থাকবে। প্রার্থীদের অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করতে হবে। তবে যারা সংরক্ষিত প্রার্থী তাদের জন্য ৫ শতাংশ নম্বরের ছাড় রয়েছে। যারা মাস্টার্সের পরীক্ষা দিয়েছেন তাঁরাও আবেদন করতে পারবেন। কিন্তু অ্য়াসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ৫৫ শতাংশ নম্বর লাগবে।

এই পরীক্ষার জন্য় কোনও বয়সসীমা নেই। নভেম্বরের শেষ সপ্তাহে ওয়েবসাইটে অ্য়াডমিট কার্ড পাওয়া যাবে। ডাক যোগে কোনও অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। পাসপোর্ট সাইজের যে ছবির কথা বলা হয়েছে সেটার নির্দিষ্ট মাপ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে সেটা জেনে নিন। সইটা কীভাবে করবেন সেটাও জেনে নিন।

(Feed Source: hindustantimes.com)