বিরল কালো বাঘ দেখা গেল ভারতের এই জঙ্গলে! উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া

বিরল কালো বাঘ দেখা গেল ভারতের এই জঙ্গলে! উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া

ভুবনেশ্বর : হলদে কালো ডোরাকাটা নয়, এ বার দেখা গেল পুরো কালো বাঘ৷ বিরল এই শ্বাপদ লেন্সবন্দি হয়েছে ওড়িশার সিমলিপাল অভয়ারণ্যে৷ কৃষ্ণ শার্দূলের ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে৷ কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারের চেহারায় এই পরিবর্তনের কারণ কী? বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন এর কারণ কোষের মেলানিনের তারতম্য৷ ডাক্তারি পরিভাষায় রয়্যাল বেঙ্গল টাইগারটি ‘মেলানিস্টিক’৷ ত্বকে বা চুলে যখন ডার্ক পিগমেন্টেশন স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, তখন তাকে মেলানিস্টিক বলা হয়৷ বন্যপ্রাণীদের আচার আচরণ ধরে রাখার জন্য যে ক্যামেরা লাগানো ছিল বনে, তাতেই ধরা পড়েছে কালো বাঘ৷

বন বিভাগের উচ্চপদস্থ কর্তা তথা সরকারি আমলা রমেশ পাণ্ডে এই ভিডিও শেয়ার করেছেন তাঁর ট্যুইটার হ্যান্ডলে৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি৷ সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে চলে আসে বাঘের ভিডিও৷ সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প এবং এর প্রাণীবৈচিত্রকে সংরক্ষণের দাবি জোরদার হয়ে ওঠে৷

(Feed Source: news18.com)