এবার আমাজনের ফ্রিডম ফেস্টিভাল সেল। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে এই সেল। এদিন দুপুর ১২টা থেকে এই সেল শুরু হয়ে গিয়েছে। তবে এটা কেবলমাত্র প্রাইম মেম্বারদের জন্য প্রযোজ্য হবে। তবে আগামী ৪ অগস্ট অর্থাৎ কাল থেকে প্রাইম মেম্বার ছাড়া অন্যান্যদের জন্য়ও এই সেলের দরজা খোলা হবে।
আর আপনি যদি এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করেন তবে একেবারে সঙ্গে সঙ্গে হাতে গরম ১০ শতাংশ ছাড় পাবেন। এই সেলটা আগামী ৮ অগস্ট পর্যন্ত চলবে। স্মার্টফোন, ল্য়াপটপ, টিভি সবেতেই একেবারে বড় বড় অফার।
স্যামসাং, রিয়েলমি, ওয়ানপ্লাস এই তিন ব্র্যান্ডে একেবারে ধমাকা অফার। মোটামুটিভাবে ২০,০০০ টাকার মধ্য়ে যে ফোনের দাম সেই ফোনে বড় ছাড়ের অফার পাবেন।
এবার জেনে নিন মোবাইল ফোনের ক্ষেত্রে ঠিক কী ধরনের ছাড় পাবেন?
স্য়ামসাং গ্য়ালাক্সি M34 5G
এই মোবাইলের সেটে আমাজন থেকে কিনতে গেলে আপনার পড়বে ১৮,৯৯৯ টাকা। তবে এসবিআই ক্রেডিট কার্ড থাকলে আপনি ১২৫০ টাকার তৎক্ষণাৎ ছাড় পাবেন। তবে পুরানো ফোন থাকলে এক্সচেঞ্জ অফারও রয়েছে। তখন দাম হয়ে যাবে ১৮০০০ টাকা।
রিয়েলমি narzo 60 5G
১০ শতাংশ ছাড় দিয়ে দাম পড়ছে ১৭,৯৯৯ টাকা। এসবিআইয়ের ক্রেডিট কার্ডে কিনলে সঙ্গে সঙ্গে ১২৫০ টাকা ছাড়। আর পুরানো ফোন বদলালে তার দাম হয়ে যাবে ১৬,১০০ টাকা।
অপো A78 5G
এই ফোনের দাম পড়ছে ১৮,৯৯৯ টাকা। এখানে আপনি এসবিআইয়ের ক্রেডিট কার্ডে কিনলে সঙ্গে সঙ্গে ৮৯৯ টাকা ছাড়। আর পুরানো ফোন বদলালে তার দাম হয়ে যাবে ১৮,০৪৯ টাকা।
iQ00 Z7s 5G
এই ফোনের দাম পড়ছে ১৮,৯৯৯ টাকা। এসবিআইয়ের ক্রেডিট কার্ডে কিনলে সঙ্গে সঙ্গে ৭৫০ টাকা ছাড়। আর পুরানো ফোন বদলালে তার দাম হয়ে যাবে ১৮,০০০ টাকা।
ওয়ানপ্লাস নর্ড CE 3 lite 5G
এই ফোনের দাম পড়ছে ১৯,৯৯৯ টাকা। এসবিআইয়ের ক্রেডিট কার্ডে কিনলে সঙ্গে সঙ্গে ১২৫০ টাকা ছাড়। আর পুরানো ফোন বদলালে তার দাম হয়ে যাবে ১৮,৯৫০ টাকা।
একেবারে ফাটাফাটি অফার। ফোনগুলিও প্রযুক্তিগত ক্ষেত্রে একেবারে দুর্দান্ত।
(Feed Source: hindustantimes.com)