‘মানিকে মাগে হিথে’ গায়িকার সঙ্গে পাক মহারথী! চর্চায় তাঁদের কীর্তি, ভিডিয়ো ভাইরাল

‘মানিকে মাগে হিথে’ গায়িকার সঙ্গে পাক মহারথী! চর্চায় তাঁদের কীর্তি, ভিডিয়ো ভাইরাল

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন পাক অধিনায়ক রামিজ রাজা (Ramiz Raja) ফিরে এসেছেন ক্রিকেট কমেন্ট্রিতে! গতবছর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান হিসেবে তাঁর চর্চিত অধ্যায় শেষ হয়েছে। নিঃসন্দেহে অন্যতম সেরা ধারাভাষ্যকারদের মধ্যেই একজন তিনি। এই মুহূর্তে দ্বীপরাষ্ট্রে চলতি লঙ্কা প্রিমিয়র লিগে (Lanka Premier League) কমেন্ট্রির কাজে ব্যস্ত তিনি। আর কাজের ফাঁকেই নতুন ভূমিকায় উত্তীর্ণ হলেন রামিজ। সিংহতি গায়িকা ও ইউটিউব সেনসেশন ইয়োহানির (Yohani) সঙ্গে ‘মানিকে মাগে হিথে’-তে গলা মেলালেন রামিজ। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইয়োহানি এখন রীতিমতো পরিচিত মুখ। ‘মানিকে মাগে হিথে’ গেয়েই তিনি আকাশছোয়া জনপ্রিয়তা পেয়েছিলেন বছর দুয়েক আগে। লঙ্কা প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ঘরের মেয়ে ইয়োহানি পারফর্ম করে মাতিয়ে দেন।

গতবছর তনিষ্ক বাগচীর পরিচালনায় হিন্দিতে ‘মানিকে মাগে হিথে’ গেয়েছিলেন ইয়োহানি। আর এই গানের হাত ধরেই, বলিউডে ডেবিউ করেছিলেন সিংহলি গায়িকা। অজয় দেবগণের ‘থ্যাংক গড’ (Thank God) ছবিতে ব্যবহৃত হয়েছিল এই গান। পর্দায় এই গানে ঝড় তুলেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও নোরা ফতেহি (Nora Fatehi)। দুধ সাদা স্লিট ড্রেস ও মোহময়ী চাহনিতে নোরা ছিলেন অপরূপা। ব্যাকগ্রাউন্ডে ইয়োহানির গলায় ‘হায় ইয়ে তেরি আঁখে, রাত ভর করে বাতে তেরি’। আর এরপরই নিজস্ব স্টাইলে শরীরী বিভঙ্গে ঝড় তুলেছিলেন কানাডিয়ান ডান্স কুইন। হিন্দির সঙ্গেই মিশেছিল সিংহলি ভাষায় সেই পরিচিত ‘মানিকে মাগে হিথে’। ব্যাস, এরপর গোটা গান জুড়ে নোরা-সিদ্ধার্থের রসায়নই চোখ আটকে রাখার জন্য ছিল যথেষ্ঠ।

২০২১ সালের সেপ্টেম্বরে রাজা পিসিবি-র চেয়ারম্য়ান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। ইমরান খানের জোরাজুরিতেই কার্যত রাজা পাক বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর দেশের ক্রিকেট বোর্ডের ৩৬ তম চেয়ারম্যান হয়েছিলেন। ১৯৮৪ থেকে ১৯৯৭ পর্যন্ত পাকিস্তানের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলার পর রাজা ধারাভাষ্যকার হিসাবে কেরিয়ার শুরু করে যথেষ্ট সুনাম অর্জন করেন। এর পাশাপাশি টিভি ব্যক্তিত্ব ও ক্রিকেট পণ্ডিত হিসাবেও তিনি কাজ করছিলেন দাপটের সঙ্গে। পিসিবি-র প্যাট্রন-ইন-চিফ পদে থাকা ইমরান সরাসরি চেয়ারম্যান পদের জন্য রাজাকে মনোনীত করেছিলেন। রাজা জানিয়েও ছিলেন যে, যতদিন ইমরান সেদেশের প্রধানমন্ত্রী থাকবেন, তিনি ততদিন পর্যন্ত পিসিব-র দায়িত্ব সামলাবেন। শেহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই মনে করা হচ্ছিল যে, রাজার দিন ফুরিয়ে এসেছে। শাহবাজ প্রধানমন্ত্রী হলে যে, বোর্ডের মাথায় নাজাম শেঠি ফিরবেন, সেকথা দিনের আলোর মতোই পরিষ্কার ছিল। হয়েছেও সেটাই।

(Feed Source: zeenews.com)