লিগ চ্যাম্পিয়ন হবে কিনা, সেটা নিশ্চিত নয়। তবে ভারত চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতিমধ্যেই। লিগের শেষ রাউন্ডের ফলাফল যাই হোক না কেন, আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতীয় দলের শেষ চারে যাওয়া আটকাবে না কোনওভাবেই।
এই অবস্থায় লিগের শেষ ম্যাচে ভারত সম্মুখসমরে নামছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ভারত যেখানে এক নম্বরে রয়েছে। পাকিস্তান সেখানে সম সংখ্যক ম্যাচে সংগ্রহ করেছে মোটে ৫ পয়েন্ট। তারা লিগ টেবিলের চার নম্বরে রয়েছে। ভারতের বিশ্ব ব়্যাঙ্কিং এই মুহূর্তে ৪। পাকিস্তান সেখানে ছেলেদের হকির ১৬ নম্বর দল।
আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির হকির শেষ লিগ ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে। হকিতে ভারত-পাক লড়াইয়ের মুখোমুখি ইতিহাস ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’দলের সার্বিক পারফর্ম্যান্সেও চোখ রাখা যাক।
কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির হকি ম্যাচ:-
৯ অগস্ট, বুধবার অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির হকি ম্যাচটি।
কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচ:-
চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ।
কখন শুরু হবে ম্যাচ:-
ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা ৩০ মিনিটে সময় শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচটি।
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির হকি ম্যাচগুলি স্টার স্পোর্ট নেটওয়াকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস ফার্স্ট এবং স্টার স্পোর্টস সিলেক্ট-২ এইচডি চ্যানেলে দেখা যাবে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
ভারত-পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির হকি ম্যাচটি ফ্যানকোড এবং Watch.Hockey অ্যাপে দেখা যাবে। তাছাড়া ম্যাচটির লাইভ স্কোর আপডেট-সহ যাবতীয় তথ্য-পরিসংখ্যান ও খবর পেয়ে যাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াই:-
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ১০টি ম্যাচে মাঠে নেমেছে। ভারত জিতেছে ৬টি ম্যাচ এবং পাকিস্তান জিতেছে ২টি। ড্র হয়েছে ২টি ম্যাচ। চারবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সম্মুখমরে নামে দু’দল। ভারত ২ বার (২০১১ ও ২০১৬) ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। একবার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার্স (২০১২) হয় ভারত। একবার ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়ায় যুগ্মজয়ী ঘোষিত হয় দু’দল (২০১৮)।
সব টুর্নামেন্ট মিলিয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াই:-
১৯৫৬ অলিম্পিক্স থেকে সব মিলিয়ে মোট ৫৯ বার হকির মাঠে লড়াই চালিয়েছে ভারত-পাকিস্তান। ভারত জিতেছে ২৮টি ম্যাচ, পাকিস্তান জিতেছে ২৫টি। ৬টি ম্যাচ ড্র হয়। শেষ ১৫টি ম্যাচে অবশ্য একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ১২টি ম্যাচ জিতেছে ভারত। ২টি ম্যাচ ড্র হয় একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
পাকিস্তান শেষবার ভারতকে হারায় ২০১৬ সালে গুয়াহাটিতে সাউথ এশিয়ান গেমসের ফাইনালে। ভারত ও পাকিস্তান হকির মাঠে শেষবার মুখোমুখি হয় ২০২২ সালের এশিয়া কাপে। ম্যাচটি ১-১ ড্র গোলে হয়। সুতরাং, ২০২৩ সালে এই প্রথমবার মেনস হকিতে মুখোমুখি হচ্ছে যুযুধান দুই প্রতিবেশী দেশ।
চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পারফর্ম্যান্স:-
১. চিনকে ৭-২ গোলে হারিয়ে দেয়।
২. জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করে।
৩. মালয়েশিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয়।
৪. দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে পরাজিত করে।
চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পারফর্ম্যান্স:-
১. মালয়েশিয়ার কাছে ১-৩ গোলে হেরে যায়।
২. দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে।
৩. জাপানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে।
৪. চিনকে ২-১ গোলে হারিয়ে দেয়।
(Feed Source: hindustantimes.com)