মমতার ক্ষোভপ্রকাশের পরেই কাজ, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে জারি নির্দেশিকা

মমতার ক্ষোভপ্রকাশের পরেই কাজ, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে জারি নির্দেশিকা

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের মঞ্চ থেকেই ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্টার ও উপাচার্য না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তার কয়েক ঘণ্টার মধ্যেই আপৎকালীন পরিস্থিতিতে ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের দায়িত্ব দেখার জন্য নির্দেশিকা জারি করল উচ্চশিক্ষা দফতর। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার ও ফিন্যান্স অফিসারকে আপাতত ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্টার এর দায়িত্ব দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। এই পরিস্থিতিতে ওই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বেশ সঙ্কটজনক। আর তার জন্যই এই বিশ্ববিদ্যালয়ের দুই উচ্চ পর্যায়ের আধিকারিককে রেজিস্টারের দায়িত্ব দিয়ে নির্দেশিকা জারি করা হল।

মমতা বলেন, ‘‘ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। কিন্তু সেখানে না আছে ভিসি, না আছে রেজিস্ট্রার। কারণ পাঠালেই উনি ওঁর মতো বিজেপির লোককে বসিয়ে দিচ্ছেন। আমি ইউনির্ভাসিটি করে দিচ্ছি, আর উনি দালালি করে আটকে দিচ্ছেন। আমরা এটা মানব না। রেজিস্ট্রার অন্তত পাঠান। পরীক্ষার সার্টিফিকেটও দিতে পারছে না। ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে ইমিডিয়েট ভিসি এবং রেজিস্ট্রার আমি আজকেই করে দেব। তারপরেই এই সিদ্ধান্ত।

(Feed Source: news18.com)