Covid 19: চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই দেশে নতুন সংক্রমণ ২৬৮৫, মৃত ৩৩

Covid 19: চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই দেশে নতুন সংক্রমণ ২৬৮৫, মৃত ৩৩

নিজস্ব প্রতিবেদন: শনিবার ভারতে একদিনে ২৬৮৫ টি নতুন করোনভাইরাস সংক্রমণের ঘটনার কথা জানা গেছে। এর ফলে মোট সংক্রমণের সংখ্যা হল ৪,৩১,৫০,২১৫। এর সঙ্গে দেশে সক্রিয় সংক্রমণ বেড়ে হয়ছে ১৬,৩০৮। ভারতের কোভিড -১৯ রোগে আজ আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এরফলে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৫,২৪,৫৭২। ২৪ ঘন্টায় সক্রিয় কোভিড -১৯ কেসলোডে ৪৯৪ টি সংক্রমণ বেড়েছে।

জানা গেছে সক্রিয় সংক্রমণ বর্তমানে মোট সংক্রমণের ০.০৪ শতাংশ। এই রোগ থেকে আরোগ্যলাভের জাতীয় হার ৯৮.৭৫ শতাংশ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে প্রাত্যহিক সংক্রমণের হার ০.৬০ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.৫৪ শতাংশ।

কোভিড ১৯ সংক্রমণ থেকে আরোগ্যলাভ করেছেন মোট ৪,২৬,০৯,৩৩৫ জন। অন্যদিকে মৃত্যুর হার হয়েছে ১.২২ শতাংশ। দেশে মোট ১৯৩.১৩ কোটি জনের টিকাকরন করা হয়েছে।

(Source: zeenews.com