জাপানি শিশুর মুখে ঝরঝরে হিন্দি, শুনেই থমকে দাঁড়ালেন মোদি!

জাপানি শিশুর মুখে ঝরঝরে হিন্দি, শুনেই থমকে দাঁড়ালেন মোদি!

#টোকিও: আজ সকালেই জাপানের রাজধানী টোকিও-তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টোকিও বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য প্রবাসী ভারতীয়৷ ছিল কচিকাচারাও৷ তাদের মধ্যে ভারতীয় শিশুরা যেমন ছিল, তেমনই ছিল জাপানি শিশুরাও৷

সেই ভিড়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চমকে দিল রিতসুকি কোবাইয়াশি নামে এক জাপানি বালক৷ স্পষ্ট হিন্দিতে নরেন্দ্র মোদির উদ্দেশে সে বলে, ‘জাপানে আপনাকে স্বাগত৷ আমি কি আপনার অটোগ্রাফ পেতে পারি?’

জাপানি বালকের মুখে স্পষ্ট হিন্দি কথা শুনে থমকে দাঁড়ান ভারতীয় প্রধানমন্ত্রী৷ কৌতূহলী মোদি ওই বালকের কাছে জানতে চান, ‘বাহ! তুমি তো বেশ ভাল হিন্দি বলো, এত ভাল হিন্দি তুমি কোথায় শিখলে?’

প্রধানমন্ত্রীর সই নেওয়ার জন্য ভারতের একটি পতাকারও ছবি এঁকে এনেছিল গ্রেড ফাইভের ছাত্র রিতসুকি৷ পরে সংবাদসংস্থা এএনআই-কে রিতসুকি জানায়, হাতে আঁকা ছবির সঙ্গে যে বার্তা েস লিখে এনেছিল, প্রধানমন্ত্রী তা মন িদয়ে পড়েছেন৷ এতেই সে দারুণ খুশি৷ সঙ্গে মিলেছে নরেন্দ্র মোদির অটোগ্রাফও৷ তবে রিতসুকি জানিয়েছে, হিন্দি বুঝতে পারলেও খুব ভাল বলতে পারে না সে৷

একা রিতসুকি নয়, তার সঙ্গে আরও বেশ কয়েকজন খুদে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিল৷ তাদের সঙ্গে ভাব জমান প্রধানমন্ত্রী৷

আরও পড়ুন: ‘আগে ভারত এসব টুর্নামেন্ট খেলত, এখন জেতে’, মিষ্টির প্যাকেট হাতে নিয়ে বললেন প্রধানমন্ত্রী

দু’ দিনের সফরে জাপানে গিয়েছেন নরেন্দ্র মোদি৷ এই সফরের মূল উদ্দেশ্য চতুর্দেশীয় কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া৷ পাশাপাশি, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি৷ বৈঠক করবেন বেশ কয়েকটি জাপানি সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও৷

শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর সখ্যতার ছবি এবং খবর এর আগেও প্রকাশ্যে এসেছে৷ কখনও সংসদ ভবনে, কখনও আবার দেশের ভিতরে বা আন্তর্জাতিক সফরে থাকাকালীন শিশুদের সঙ্গে হাল্কা মেজাজে পাওয়া গিয়েছে নরেন্দ্র মোদিকে৷ কয়েকদিন আগে জার্মানি সফরেও দেখা গিয়েছিল একই ছবি৷

Published by:Debamoy Ghosh

(Source: news18.com)