পাওয়ার ব্যাঙ্ক চোর প্রেমিকা, সন্দেহে কোপাল প্রেমিক!বাঁচাতে এলেন প্রাক্তন স্বামী

পাওয়ার ব্যাঙ্ক চোর প্রেমিকা, সন্দেহে কোপাল প্রেমিক!বাঁচাতে এলেন প্রাক্তন স্বামী

কলকাতা: বিবাহ বিচ্ছেদের পর তিন মাস আগে নতুন প্রেমিকের সঙ্গে পরিচয়৷ শেষ পর্যন্ত পাওয়ার ব্যাঙ্ক চুরির অভিযোগে বাড়ি এসে প্রেমিকাকে কোপাল সেই প্রেমিক৷ প্রেমিকের হাত থেকে প্রাক্তন স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলেন প্রেমিকার প্রাক্তন স্বামী৷ রক্তাক্ত অবস্থায় প্রাক্তন স্ত্রীকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন তিনি৷ শনিবার ভোর রাতে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিন এলাকায়৷

পুলিশ সূত্রে খবর, টালিগঞ্জের উৎপল দত্ত লেনের বাসিন্দা এক যুবতী গতকাল লর্ডস মোড়ের কাছে অভিজিৎ সরকার নামে তাঁর প্রেমিকের বাড়িতে গিয়ে মদ্যপান করে। এর পর গভীর রাতে প্রেমিকের বাড়ি থেকে ফিরে আসেন ওই যুবতী৷ পুলিশ সূত্রে খবর, তরুণী চলে আসার পরই ওই যুবক দেখেন, তাঁর একটি মোবাইল চার্জিংয়ের পাওয়ার ব্যাঙ্ক ঘরে নেই৷ সেই পাওয়ার ব্যাঙ্কের খোঁজ করতে ভোর চারটে নাগাদ তরুণীর রিজেন্ট কলোনির বাড়িতে হাজির হন ওই যুবক৷

অভিযোগ, পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসার কথা অস্বীকার করেন ওই তরুণী৷ এই নিয়ে দু জনের মধ্যে বচসা শুরু হয়৷ আচমকাই ছুরি বের করে তরুণীকে কোপাতে শুরু করে ওই অভিজিৎ সরকার নামে ওই যুবক৷ সেই সময় ওই এলাকা দিয়েই যাচ্ছিলেন ওই তরুণীর প্রাক্তন স্বামী৷ চিৎকার চেঁচামেচী শুনে প্রাক্তন স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন তিনি৷ অভিযোগ, তখন তাঁর উপরেও চড়াও হয় ওই হামলাকারী যুবক৷ নিজেকে বাঁচাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি৷

কিছুক্ষণ বাদে ওই ব্যক্তি ফিরে এসে দেখেন, রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী৷ তখন তিনিই ওই তরুণীকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান৷ তরুণীর মুখ সহ বেশ কয়েক জায়গায় আঘাত ছিল৷ পরে তরুণীর থেকে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রেমিক অভিজিৎ সরকারকে গ্রেফতার করে গল্ফ গ্রিন থানার পুলিশ৷

ধৃত অভিজিৎ সরকার স্বীকার করে নিয়েছে, তাঁর সঙ্গে ওই তরুণীর তিন মাসের পরিচয়৷ গতকাল রাতে তাঁরা একসঙ্গে নেশাও করেন৷ প্রেমিকা পাওয়ার ব্যাঙ্ক নেওয়ার কথা অস্বীকার করাতেই তিনি তাঁর উপরে হামলা চালিয়েছেন বলেও স্বীকার করে নিয়েছে অভিযুক্ত যুবক৷

(Feed Source: news18.com)