অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন? বড় সতর্কতা জারি করল CERT-In, বাঁচার পথটা জানুন

অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন? বড় সতর্কতা জারি করল CERT-In, বাঁচার পথটা জানুন

কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম( CERT-In)। তাদের তরফে এবার ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে বড় সতর্কবার্তা। কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম( CERT-In) তরফে বলা হয়েছে একাধিক হামলাকারীর বিষয়ে জানা যাচ্ছে। যারা আপনার ফোন থেকে সংবেদনশীল তথ্য় চুরি করতে পারে।

এদিকে একাধিক অ্য়ান্ড্রয়েড ভার্সনের ফোনে এই ধরনের হামলার কথা জানা গিয়েছে। তবে গুগল বেশিরভাগ ক্ষেত্রেই সুরক্ষার ব্যবস্থা করেছে। অ্যান্ড্রয়েড ভার্সন ১০,১১, ১২, ১২এল, এমনকী ১৩ ভার্সনের ফোনেও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এই ফোনে যাতে নিয়মিত সফটওয়ার আপডেট করা হয় সেটা দেখা জরুরী। এদিকে বর্তমানে প্রায় ৯৫ শতাংশ ফোন ব্যবহারকারী অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সমস্যা হতেই পারে।

মূলত হ্যাক করার চেষ্টা হতে পারে বলে মনে করা হচ্ছে। খবর নিউজ ১৮ সূত্রে। কিন্তু এই হ্যাক করলে ঠিক কী হতে পারে?

যদি কোনও হ্যাকার আপনার ব্যক্তিগত ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে তাহলে তারা যা খুশি করতে পারেন। মানে আপনার ব্যক্তিগত সব তথ্য় ওদের জিম্মায় চলে যেতে পারে। আপনার পাসওয়ার্ড, ফটো, আপনি কোথায় টাকা পাঠালেন, কতটাকা দিলেন সব দেখবে ওরা।

ওরা আপনার ডিভাইসের পুরো কন্ট্রোল নিয়ে নেবে।

এরপর ওরা একাধিক অবৈধ অ্যাপকে আপনার ফোনের মধ্য়ে দিয়ে দেবে। এরপরই শুরু হবে আসল খেলা। আপনি বুঝে ওঠার আগেই আপনার ব্যক্তিগত সব তথ্য় ওরা নিয়ে নেবে।

এজেন্সি ইতিমধ্য়েই গুগুলকে এনিয়ে সতর্ক করেছে। ২০২৩ সালের অগস্ট মাসে ওরা একটা অ্যান্ড্রয়েড সুরক্ষা বুলেটিন ইস্যু করেছে। মূলত সফটওয়ার আপডেটের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এক্ষেত্রে আপনাকে প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে।

এরপর সফটওয়ার আপডেটে যেতে হবে।

এরপর আপডেট চেক করবেন।

যদি কোনও পপ আপ বক্স আসে তবে সেটা ইনস্টল করবেন।

এরপর ফের চালু করবেন ফোনটা।

কিছুটা হলেও সুরক্ষিত আপনার ফোন। আর সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করবেন না। এতে বিপদ হতে পারে।
(Feed Source: hindustantimes.com)