এশিয়ান গেমসের ঠিক আগে দুঃসংবাদ ভারতীয় ক্রীড়ামহলে। চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন এমন এক তারকা ক্রীড়াবিদ, যিনি গতবার টুর্নামেন্ট থেকে সোনা এনে দেন দেশকে। চোটের জন্য আসন্ন এশিয়ান গেমসে অংশ নিতে পারবেন না তারকা কুস্তিগির ভিনেশ ফোগট।
এশিয়ান গেমস থেকে ছিটকে যাওয়ার খবর অনুরাগীদের নিজেই জানিয়েছেন ভিনেশ। তারকা ক্রীড়াবিদ সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তিতে নিজের চোট নিয়ে স্পষ্ট আপডেট দিয়েছেন। অস্ত্রোপচার ছাড়া যে তাঁর সেরে ওঠার সম্ভাবনা নেই, সেকথাও জানাতে ভোলেননি ভিনেশ।
টুইটারে ভিনেশ লেখেন, ‘আমি আপনাদের একটি অত্যন্ত খারাপ খবর জানাতে চাই। দিন দু’য়েক আগে, ১৩ অগস্ট ২০২৩-এ আমি অনুশীলনের সময় বাঁ-হাঁটুতে চোট পাই। স্ক্যান রিপোর্ট খতিয়ে দেখে ডাক্তার জানিয়েছেন যে, দুর্ভাগ্যজনকভাবে অস্ত্রোপচারই আমার সেরে ওঠার একমাত্র রাস্তা।’
ফোগট আরও লেখেন, ‘১৭ অগস্ট মুম্বইয়ে আমার অস্ত্রোপচার হবে। আমার স্বপ্ন ছিল ২০১৮ সালে ভারতের হয়ে জাকার্তা এশিয়ান গেমসে যে সোনা জিতেছিলাম, তা ধরে রাখা। তবে দুর্ভাগ্যজনক বিষয় হল, এই চোট আমাকে প্রতিযোগিতা থেকে ছিটকে দিল। আমি তড়িঘড়ি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই খবর জানিয়ে দিয়েছি, যাতে এশিয়ান গেমসে রিজার্ভ খেলোয়াড় পাঠানো যায়। সমস্ত অনুরাগীর কাছে আমার অনুরোধ, এইভাবেই সমর্থন করুন, যাতে আমি শক্তিশালী হয়ে ম্যাটে ফিরতে পারি এবং যত তাড়াতাড়ি সম্ভব ২০২৪ প্যারিস অলিম্পিক্সের জন্য প্রস্তুতি শুরু করতে পারি। আপনাদের সমর্থনই আমাকে শক্তি জোগাবে।’
উল্লেখ্য, কোনও ট্রায়াল ছাড়াই সরাসরি এশিয়ান গেমসের টিকিট পেয়েছিলেন ভিনশ ফোগট, যা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়। সর্বভারতীয় কুস্তি সংস্থার অ্যাডহক কমিটি বজরং পুনিয়াকেও ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে অংশ নেওয়ার ছাড়পত্র দেয়। দুই তারকা কুস্তিগির পরীক্ষা না দিয়েই ফার্স্ট হওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে ভারতীয় কুস্তিমহলে। এমনকি এও শোনা যায় যে, জাতীয় কোচেদের সঙ্গে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘদিন অনুশীলন না করেও ভিনেশ কীভাবে এশিয়ান গেমসের ছাড়পত্র পেতে পারেন, তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়ন অন্তিম পাঙ্ঘাল। তাঁর দাবি ছিল, এই মুহূর্তে ভিনেশ যে রকম পরিস্থিতিতে রয়েছেন, তাতে তিনি ছাড়াও আরও অনেকেই ফোগটকে ট্রায়ালে হারাতে পারেন। আপাতত চোট পেয়ে ভিনেশ এশিয়ান গেমস থেকে ছিটকে যাওয়ায় সেই বিতর্কের অবসান হল বলা যায়।
(Feed Source: hindustantimes.com)