‘এ ভাবেই মশাল এগিয়ে যাবে’! পর্দায় রুক্মিণীকে দ্রৌপদী হয়ে ওঠার পাঠ পড়াবেন ‘মেন্ট

‘এ ভাবেই মশাল এগিয়ে যাবে’! পর্দায় রুক্মিণীকে দ্রৌপদী হয়ে ওঠার পাঠ পড়াবেন ‘মেন্ট

কলকাতা: পর্দায় নিজেকে ভেঙেচুরে নতুন করে সাজাচ্ছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সত্যবতী হয়ে ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছেন। ভবিষ্যতে নটী বিনোদিনী-র ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। চেনা ছকের বাইরে গিয়ে নিজের অভিনয় শৈলী নিয়ে অবিরাম নিরীক্ষা তাঁর। আর সেই পথ ধরেই আরও এক ধাপ এগিয়ে যাওয়া। দ্রৌপদী-কে নিয়ে ছবি তৈরি করছেন রাম কমল মুখোপাধ্যায়। মলাট চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। অভিনেত্রী হিসাবে তাঁর কাঁধে গুরুদায়িত্ব। ‘মহাভারত’-এর অন্যতম গুরুত্বপূর্ণ এই চরিত্রকে আত্মস্থ করতে রূপা গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ রুক্মিণী।

আটের দশকের বি আর চোপড়ার ‘মহাভারত’-এ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছিলে রূপা। তার পরেও বহুবার পর্দায় এই মহাকাব্য পর্দায় এসেছে। কিন্তু দ্রৌপদী হিসাবে রূপার ছবিই যেন দর্শক-মনে অমলিন। তাই ফের সেই চরিত্র ফুটিয়ে তোলার আগে অভিজ্ঞ অভিনেত্রীর কাছেই সবটা শিখেপড়ে নিতে চাইছেন টলিউডের নতুন সত্যবতী। ইতিমধ্যে রূপার সঙ্গে যোগাযোগও করেছেন তিনি। রুক্মিণীকে সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত রূপা। অর্থা‍ৎ এই মুহূর্তে তাঁকেই ‘মেন্টর’ হিসাবে দেখছেন রুক্মিণী।

নিউজ18 বাংলাকে রূপা বলেন, “আমি সব রকম ভাবে সাহায্য করব। আমি মন থেকে চাই রুক্মিণী তিলে তিলে দ্রৌপদী হয়ে উঠুক। পুুরুষশাসিত এই সমাজে দ্রৌপদী প্রতিবাদের প্রতীক। এই নারীচরিত্র আজকের দিনেও সমান প্রাসঙ্গিক। আমি একটা সময়ে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছি। এই প্রজন্মে রুক্মিণী তা করবে। এ ভাবেই মশাল এগিয়ে যাবে।”

আপাতত ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন রুক্মিণী। জানা গিয়েছে, মহারাষ্ট্র, হায়দরাবাদ এবং আরও অন্যান্য রাজ্যে এই ছবির শ্যুট হবে।

(Feed Source: news18.com)