যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় এ বার চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রাজ্যের

যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় এ বার চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রাজ্যের

কলকাতা: যাদবপুর প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করল রাজ্য। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের নজরে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গাফিলতি ছিল। বিশ্ববিদ্যালয় সঙ্গে যাতে প্রশাসনিক সমন্বয় থাকে এবং যাতে কোনওরকম দূরত্ব তৈরি না হয় তার জন্য এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি রাজ্যের। এই কমিটি দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে রাজ্য সরকারকে৷ উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যানকে এই কমিটির চেয়ারম্যান করা হয়৷

এ দিকে আগে ছাত্রদের বিরোধিতায় কার্যকর না হলেও এ বার বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, সর্বত্র না হলেও কয়েকটি স্ট্র্যাটেজিক পয়েন্টে এ বার সিসিটিভি নজরদারি চালাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে আই কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে৷ তবে আপাতত রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত আইকার্ড দেখানো বাধ্যতামূলক৷ পরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করতে পারে সারাদিনই এই নিয়ম চালু থাকবে বলে শোনা গিয়েছে৷

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের গেট যাতে সবসময় যথেষ্ট পরিমাণ প্রহরী থাকেন, তার ব্যবস্থাও করা হবে৷ অর্থাৎ আগের থেকে প্রহরীর সংখ্যা বেশি রাখা হবে৷ পাশাপাশি, মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কোনওরকম মাদকে না বলা হয়েছে৷ মাদক সংক্রান্ত কোনও কিছুতে ধরা পড়লে বিশ্ববিদ্যালয় কড়া ব্যবস্থা নেবে, সে কথাও বলা হয়েছে৷ পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ে গাড়ি ঢুকলে তাতে স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে৷

(Feed Source: news18.com)