জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমানের ভিতর তখন ২৭১ জন যাত্রী। পাইলট গিয়েছিলেন শৌচালয়ে। বিমানের শৌচালয়ের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন পাইলট। এদিকে বিমানের ভিতর তখন ২৭১ জন যাত্রী। শেষে সহকারী পাইলট ইমার্জেন্সি ল্যান্ডিং করান বিমানটিকে। ফলে প্রাণে রক্ষা পান ২৭১ জন যাত্রী।
জানা গিয়েছে, মিয়ামি থেকে চিলি যাচ্ছিল বিমানটি। পাইলটের আকস্মিক অসুস্থতার পর সরকারী পাইলট বিমানটিকে পানামা বিমানবন্দরে অবতরণ করান। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। লাটাম এয়ারলাইন্সের চালক ছিলেন ৫৬ বছর বয়সী ইভান আনডুর। বিমানের শৌচালয়ের মধ্যেই ম্যাসিড কার্ডিয়াক অ্য়ারেস্ট হয় তাঁর। তারপরই পানামা সিটির তোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করান ওই বিমানের সহকারী পাইলট।
ওদিকে বিমানের মধ্যে থাকা দুজন চিকিৎসক ও একজন নার্স ওই পাইলটের প্রাথমিক শুশ্রুষায় এগিয়ে যান। তাঁরা তাঁকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের সেই চেষ্টা ব্যর্থ হয়। পানামা সিটিতে বিমানের অবতরণের পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন পাইলট। ওই বিমানের এক যাত্রীর বয়ানে উঠে এসেছে সেই টান টান ৪০ মিনিটের কথা। পাইলট অসুস্থ। বিমানের মধ্যে কোনও চিকিৎসক আছেন কিনা, সাহায্য চেয়ে অনুরোধ করেন সহকারী পাইলট।
এদিকে যত সময় গড়ায়, তত পাইলট ইভান আনডুরের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষে পানামা সিটিতে বিমানের জরুরি অবতরণের পর সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। তাঁদের পানামা সিটির বিভিন্ন হোটেলে রাখা হয়। শেষে মঙ্গলবার আবার তারা গন্তব্যের উদ্দেশে উড়ে যান।
(Feed Source: zeenews.com)