আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ রানে জিতল ভারত! বৃষ্টি ভেজা ম্যাচে কিছু প্রশ্ন অজানাই

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ রানে জিতল ভারত! বৃষ্টি ভেজা ম্যাচে কিছু প্রশ্ন অজানাই

ডাবলিন: রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি ভারত। পাওয়ার প্লে তে বিনা উইকেটে ৪৫ রান ছিল ভারতের। এরপর মারতে গিয়ে আউট হলেন জয়সওয়াল (২৪)। ৬.৫ ওভারের মাথায় ভারতের স্কোর ছিল ৫৬/২। ঠিক তখন বৃষ্টি নামল। ভারতীয় সময় ঘড়িতে রাত ৯:৫৫। ডাকওয়ার্থ লুইস নিয়মে ২ রানে এগিয়ে থেকেই বিশ্রামে যেতে হল দুটি দলকে। এরপর অবশ্য আর খেলা শুরু করা যায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও বৃষ্টি থামেনি।

আম্পায়াররা নির্ধারিত সময় পর্যন্ত দেখে নিয়ে ভারতকে জয়ী ঘোষণা করলেন ২ রানে। অনেকে মনে করবেন হয়তো খেলাটা পুরো হলে ভারত চ্যালেঞ্জের মুখে পড়তে পারত। সেটা হয়তো খানিকটা ঠিক। আবার এটাও ঠিক ভারতের এই তৃতীয় শ্রেণীর দল যা ব্যাটিং শক্তি তাতে আয়ারল্যান্ডকে তারা হারিয়েই দিত। প্রায় এক বছর পর জাতীয় দলের নীল জার্সিতে আজ ছিল তার কাম ব্যাক মঞ্চ।

জসপ্রীত বুমরাহ কতটা কি করতে পারেন তাই নিয়েছিল সন্দেহ। অনুশীলনে বল করা আর ম্যাচে বল করা আলাদা। সে প্রতিপক্ষ যতই দুর্বল আয়ারল্যান্ড হোক। কিন্তু চ্যাম্পিয়নরা একটু অন্যরকম হন। আবার প্রমাণ করলেন জসপ্রীত বুমরাহ। অ্যান্ডি ব্যালবর্নি এবং টাকারকে যেভাবে বোল্ড এবং ক্যাচ আউট করলেন তাতে প্রমাণিত তার রিকভারি সঠিক হয়েছে।

(Feed Source: news18.com)