যাদবপুর কাণ্ডে নয়া মোড়! ধৃত সৌরভ-সহ আরেক অভিযুক্তকে জেরা খোদ পুলিশ কমিশনারের

যাদবপুর কাণ্ডে নয়া মোড়! ধৃত সৌরভ-সহ আরেক অভিযুক্তকে জেরা খোদ পুলিশ কমিশনারের

কলকাতা: যাদবপুর কাণ্ডে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় প্রথমে গ্রেফতার করা হয়েছিল যাদবপুরের পড়ুয়া সৌরভ চৌধুরী নামে এক যুবককে। ধৃতদের জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি মিলেছে বলে সূত্রের খবর। এদিন ধৃত সৌরভ-সহ আরেক অভিযুক্তকে জেরা করেন খোদ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কমিশনারের ঘরে এদিন বিকালে জেরা করা হয় দুই অভিযুক্তকে।

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় গতকাল গ্রেফতার করা হল আরও তিনজনকে৷ ধৃতদের মধ্যে দু’জন প্রাক্তনী এবং একজন বর্তমান ছাত্র রয়েছে বলে জানা গিয়েছে। পড়ুয়া মৃত্যুর এই ঘটনায় প্রথমে একজন, তারপরে ২ জন এবং সম্প্রতি ৬ জনকে একসঙ্গে গ্রেফতার করে পুলিশ। এবার আরও তিনজন গ্রেফতার হওয়ায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১২।

সূত্রের খবর, ঘটনার সময় তিনজনই হস্টেলে ছিলেন৷ তিনজনই মানসিক ভাবে হেনস্থা করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে৷ ঘটনার পরে দু’জন প্রাক্তনী হস্টেল থেকে চলে গিয়েছিলেন। তাঁদের নোটিস করে ডেকে পাঠায় পুলিশ। গত ৯ অগাস্ট রাত ১২টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচে বিবস্ত্র, রক্তাক্ত অবস্থায় এক ছাত্রকে উদ্ধার করা হয়। তিন দিন আগেই সে বাংলা বিভাগের স্নাতক স্তরে ভর্তি হয়েছিল।

পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ওই ছাত্রের। গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কমিটির রিপোর্টে ইতিমধ্যেই ব়্যাগিং তত্ত্ব উঠে এসেছে৷ বিবস্ত্র অবস্থাতেই যে ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছিল, তারও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে। এই ঘটনা ঘিরে ঝড় বয়ে গিয়েছে গোটা রাজ্যে। একাধিক সংগঠনও বিক্ষোভ দেখিয়েছে।

(Feed Source: news18.com)