Unacademy-র পরে এবার ঝড় তুললেন ববিতা ম্যাডাম, বিতর্ক তুঙ্গে, দেখুন সেই Video

Unacademy-র পরে এবার ঝড় তুললেন ববিতা ম্যাডাম, বিতর্ক তুঙ্গে, দেখুন সেই Video

 

আনঅ্যাকাডেমি প্লাটফর্মে পড়াতেন করণ সাঙ্গোয়ান। কিন্তু তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয় সম্প্রতি। অপরাধ বলতে তিনি বলেছিলেন, শিক্ষিত প্রার্থীদেরই ভোট দেওয়া দরকার। এরপর তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। কিন্তু ওই শিক্ষিকার দাবি তিনি পড়ানোর সময় কিছু বলেননি। তবে সেই রেশ ফুরানোর আগেই এবার আবার একটা ভিডিয়ো সামনে এসেছে যেখানে সেই টিউটর একই ধরনের কথা বলছে। 

সেই শিক্ষিকা ববিতা ম্যাডাম। তিনি আইসিএস কোচিং সেন্টার নামে অপর একটি কোচিং সেন্টারেও পড়ান। সেটাও অনলাইন প্লাটফর্ম। তাঁর একটি ভিডিয়ো এবার ভাইরাল হয়েছে। সেখানে শোনা যাচ্ছে তিনি বলছেন, তোমরা যখন ভোট দিতে যাচ্ছ তখন মনে রাখবে ৫ বছরের জন্য তার হাতে ক্ষমতা তুলে দিতে যাচ্ছো। কর্মসংস্থান, নিয়োগ, স্কুল-কলেজের মান সহ নানা বিষয় নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। সেকারণে শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসা খুব দরকার। 

তিনি জানিয়েছেন, এটা একটা বড় প্রশ্ন যে কাকে ভোট দেবেন। প্রথমে আমাদের ভাবতে হবে যে কংগ্রেস পার্টি ভালো। ২০০৪-১৪ পর্যন্ত দেশ তাদের হাতে ছিল। কিন্তু মানুষ খুশি ছিলেন না। ২০১৪-২০১৪ এর দিকে যাচ্ছি। বিজেপি ক্ষমতায়। কিন্তু ভোট এলেই সেই একই ইস্যু রাম মন্দির। ভোট যুদ্ধের যেন অংশ হয়ে গিয়েছে ধর্ম। একে অপরের দুর্নীতি খুঁজে বের করছেন লোকজন। কিন্তু কেউ বলছে না যে যদি তাঁরা ভোটে জেতেন তবে স্কুল, কলেজ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করবে। 

এদিকে আন অ্যাকাডেমির ওই শিক্ষিকা জানিয়েছিলেন, আমি সাদামাটা কথা বলেছিলাম। কিন্তু এটা নিয়েই ট্রোল হল। তিনি জানিয়েছেন, এটা ইউ টিউব চ্যানেলে বলেছিলাম। এটা আন অ্যাকাডেমির কোনও প্লাটফর্মে কিছু বলিনি। 

অন্য়দিকে ববিতা ম্যাডাম অন্য একটি প্লাটফর্মে কর্মসংস্থানের উপর জোর দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন কর্মসংস্থান যথাযথ না হলে অপরাধমূলক কাজকর্ম বাড়বে।

মোটামুটি জানা গিয়েছে এই কোচিং সেন্টারটি হরিয়ানায় অবস্থিত।  প্রায় ১৬,০০০ গ্রাহক রয়েছে ওই ইউ টিউব চ্যানেলে। 

এদিকে গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। তবে এবার ববিতা ম্যাডামের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না সেটাই দেখার। 

Feed Source: hindustantimes.com)