বাথরুমে লুকিয়ে রাখা একটা খেলনা গাড়ি, খুঁজে দিতে পারবেন কি স্রেফ ৬ সেকেন্ডে

বাথরুমে লুকিয়ে রাখা একটা খেলনা গাড়ি, খুঁজে দিতে পারবেন কি স্রেফ ৬ সেকেন্ডে

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।

বাথরুমে লুকিয়ে রাখা একটা খেলনা গাড়ি, খুঁজে দিতে পারবেন?

এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!

সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা রাতিমতো চোখ বিঁধিয়ে দেখতে হবে। ছবিতে দেখা যাচ্ছে এক বিদেশি বাথরুম। বাঁ দিকে স্নানের জায়গা, সেখানটা গোলাপি শাওয়ার কার্টেন দিয়ে ঘেরা। দেখা যাচ্ছে মেঝেতে পড়ে একটা গোলাপি রঙের সাবান। তার একটু দূরে বডিওয়াশ আর শ্যাম্পুর দুটো বোতন রাখা। বাথরুমের অন্য দিকে রয়েছে কমোড, বেসিন, বেসিনের উপরে একটা তাকে ভাঁজ করা তোয়ালে। এই অংশে আলনায় একটা ভেজা তোয়ালে মেলা রয়েছে নজরে পড়ছে। আর এই সবের মধ্যেই কোথাও একটা লুকিয়ে রাখা আছে একটা খেলনা গাড়ি। সেটা ৬ সেকেন্ডের মধ্যে খুঁজে দেওয়াই হল চ্যালেঞ্জ।

চ্যালেঞ্জ নিয়ে ব্যর্থ হলে মুষড়ে পড়ার কিছু নেই। এটা মাথায় রাখতে হবে শুধু, তাকের উপরে গাড়ি লুকানো থাকবে না, কেন না ওখানেই সবাই আগে খুঁজতে যাবেন। তাহলে তা কোথায় থাকতে পারে?

রইল উত্তর রইল উত্তর

কেন, শ্যাম্পু আর বডিওয়াশের বোতলের পাশে, ভাল করে দেখলেও কি চোখে পড়ছে না? যদিও গাড়িটা খুব ছোট, এটাও বলে না রাখলে অন্যায় হবে!

(Feed Source: news18.com)