এশিয়ান গেমসের আগে পাকিস্তান হকি দলের সমস্ত কোচিং স্টাফকে বরখাস্ত পাক ফেডারেশনের

এশিয়ান গেমসের আগে পাকিস্তান হকি দলের সমস্ত কোচিং স্টাফকে বরখাস্ত পাক ফেডারেশনের

শুভব্রত মুখার্জি: একটা সময়ে এশিয়ার হকির সুপার পাওয়ার ছিল পাকিস্তান দল। সময়ের সঙ্গে সঙ্গে তাদের পারফরম্যান্সের যথেষ্ট অবনতি ঘটেছে। বর্তমানে তাদের পারফরম্যান্স প্রায় তলানিতে এসে ঠেকেছে। সামনেই রয়েছে হাংঝাউ এশিয়ান গেমস। তার আগেই ফের টালমাটাল অবস্থা গোটা পাকিস্তান পুরুষ হকি দলের।

দলের সমস্ত কোচিং স্টাফকে এশিয়ান গেমসের আগেই বরখাস্ত করল পাকিস্তান হকি ফেডারেশন! সম্প্রতি ভারতের মাটিতে অনুষ্ঠিত হয় হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর এখানেই সেমিফাইনালে উঠতে না পারার দায়ে গোটা কোচিং স্টাফকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

কোচিং স্টাফদের বরখাস্ত করার পরে শাহনওয়াজ শেখকে দলের প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে। যে সিদ্ধান্তের ফলে ইতিমধ্যেই জন্ম নিয়েছে বিতর্ক। পাকিস্তান স্পোর্টস বোর্ড দ্বারা পরিচালিত হকি ফেডারেশন ইতিমধ্যেই বরখাস্ত করেছে রেহান বাট, মহম্মদ সাকলেন, হাসিম খান, মহম্মদ গফুরকে। যাদের সকলেই জাতীয় দলের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতায়। শেহনওয়াজের এর আগেও প্রশিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তাঁকে দলের পরামর্শদাতার দায়িত্ব দেওয়া হয়েছে। চেন্নাইতেও আসার কথা ছিল শাহনওয়াজ শেখের। তবে সময়মতো ভিসা না পাওয়ার ফলে তিনি এসে উপস্থিত হতে পারেননি ভারতে।

ভিসা না পাওয়ার বিষয়টি নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন তিনি। পাকিস্তান হকি ফেডারেশন সময় মতো কাজ করলে এই সমস্যা হত না বলেই তাঁর মত। ছয় দলীয় ওই টু্র্নামেন্টে পাঁচ নম্বরে শেষ করে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও পর্যুদস্ত হতে হয়েছিল তাদের। ৪-০ গোলে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

পাশাপাশি নয়া কোচিং স্টাফের অঙ্গ হিসেবে যোগ করা হয়েছে শাকিল আব্বাসি, আমজাদ আলি, দিলাওয়ার হুসেনকে। শাহনওয়াজকে আবার এশিয়ান গেমসের জন্য হেড কোচের দায়িত্বও দেওয়া হয়েছে। পাকিস্তান স্পোর্টস বোর্ড ইতিমধ্যেই পাকিস্তান হকি ফেডারেশনকে ভেঙে দিয়েছে। তারপরেও কীভাবে পাকিস্তান হকি ফেডারেশন এই ঘোষণা করতে পারল তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

(Feed Source: hindustantimes.com)