বাংলাদেশঃ ভোলার ৩০০ জেলে পেল লাইফ জ্যাকেট

বাংলাদেশঃ ভোলার ৩০০ জেলে পেল লাইফ জ্যাকেট

ভোলা প্রতিনিধি : ভোলার জেলেদের মাঝে জীবন রক্ষা লাইফ জ্যাকেট বিতরণ করেছে আমেরিকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ২নং পূর্ব ইলিশা ঐতিহ্যবাহী নাদের মিয়া বাড়ির মাঠে আনুষ্ঠানিকভাবে এই লাইফ জ্যাকেটগুলো বিতরণ করা হয়।

ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির মাধ্যমে আমেরিকার ওয়ালিভেন্ট ইন কর্পোরেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ জ্যাকেট বিতরণ করে। এ উপলক্ষ্যে জেলেদের জীবন-জীবিকা এবং মৎস্য জীবিদের সুরক্ষায় কি করা যায় সে বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন সংস্থার নেতৃবৃন্দ।

ঢাকাস্থ ভোলা সদর উপজেলা কমিটির কর্মকর্তা ও আয়োজন কমিটির আহ্বায়ক হাসনাত মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকাস্থ সদর উপজেলা সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, ওয়োলিভেন্ট ইন কর্পোরেশনের উপদেষ্টা প্রকৌশলী মার্ক ফারুকী ও প্রতিষ্ঠাতা সভাপতি সাইমন ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ও ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বেলাল, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু ও নাদের মিয়া পরিবারের সদস্য কামরুল আলম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন, তালহা তালুকদার বাঁধন।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহামুদুর রহমান লেলিন সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

(Feed Source: sunnews24x7.com)