ভারতের একমাত্র স্টেশন, এখানে টিকিট কেটে লোকজন ট্রেনে ওঠে না!

ভারতের একমাত্র স্টেশন, এখানে টিকিট কেটে লোকজন ট্রেনে ওঠে না!

কলকাতা: রেলস্টেশনের কথা এলেই আপনার মনে একটা ছবি তৈরি হয় নিশ্চয়ই! প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়, টিকিট কিনে ট্রেনে যাতায়াত করছেন মানুষ।

কিন্তু আমাদের দেশে এমন একটি রেলস্টেশন আছে, যেখানে ঠিক উল্টো ঘটনা ঘটে। এই রেলস্টেশনে মানুষ টাকা খরচ করে টিকিট কিনলেও ট্রেনে যাতায়াত করেন না। এটা শুনে আপনার নিশ্চয়ই অদ্ভুত লাগছে! কিন্তু এটাই সত্যি।

এখন প্রশ্ন হল, সেই এলাকার মানুষ কেন এমন করে? কেন তাঁরা টিকিট কেটেও ট্রেনে ভ্রমণ করেন না? এই রেলস্টেশন ভারতের কোথায়?

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত এই রেলস্টেশনটির নাম দয়ালপুর। এই রেলস্টেশনে মানুষ টিকিট কাটলেও ট্রেনে যাতায়াত করেন না। কথিত আছে, দয়ালপুরে রেলওয়ে স্টেশন নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল ১৯৫৪ সালে। দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর এই স্টেশনটি তৈরিতে বিরাট অবদান ছিল।

দয়ালপুর রেলস্টেশন ১৯৫৪ সালে নির্মিত হয়েছিল। স্টেশনটি নির্মাণের পর মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া খুব সহজ ছিল। প্রায় ৫০ বছর ধরে রেলস্টেশনে স্বাভাবিক কার্যক্রম অব্যহত ছিল।

তার পর ২০০৬ সালে এই রেলস্টেশন বন্ধ হয়ে যায়। কথিত আছে, দয়ালপুর রেলস্টেশনে খুব কম লোকই টিকিট কিনতেন। এতে রেলের লোকসান হচ্ছিল। পরে এই স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর পর ২০২০ সালে দয়ালপুর রেলস্টেশন পুনরায় চালু হয়। স্থানীয় লোকজন বলছেন, স্টেশনটি যেন আবার বন্ধ না হয়, তাই তাঁরা এখানে টিকিট কাটলেও ট্রেনে যাতায়াত করেন না।

রেলস্টেশনটি বন্ধ হওয়া থেকে বাঁচাতে মানুষ এমন করছে। এই স্টেশন যাতে আর বন্ধ না হয় সেই জন্য প্রতি মাসে স্থানীয় লোকজন এই স্টেশনে টিকিট কিনতে থাকেন। তাঁরা বলেন, দয়ালপুর স্টেশনে অনেক ট্রেনের স্টপেজ নেই।

(Feed Source: news18.com)