নেপালঃ নেপালের সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জন ভারতীয় তীর্থযাত্রী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, নেপালের দক্ষিণ সমভূমির বারা জেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাতজন তীর্থযাত্রী মারা গেছে এবং ১৯ জন আহত হয়েছে। মৃত ৭ জনের মধ্যে ৬ জন ভারতীয় তীর্থযাত্রী। বৃহস্পতিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটেছে।
7 including 6 Indian pilgrims died and 19 injured in a road accident in the Bara district of Southern plains of Nepal: Nepal Police
— ANI (@ANI) August 24, 2023