সচেতনতা বাড়াতে নিজের ঋতুস্রাবের গল্প বললেন বলি তারকা দীপিকা পাড়ুকোন

সচেতনতা বাড়াতে নিজের ঋতুস্রাবের গল্প বললেন বলি তারকা দীপিকা পাড়ুকোন

ঋতুচক্র প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন

মহিলারা যদি মহিলাদের সমস্যা নিয়ে কথা না বলেন, তাহলে সচেতনতা তৈরি করা সম্ভব নয়, এই কথা মাথায় রেখে এবার ঋতুচক্র নিয়ে প্রকাশ্যেই মুখ খুললেন বলিউডের মস্তানি দীপিকা পাড়ুকোন। পিরিয়ড নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং এই ঋতুচক্রর সকল বাধা অতিক্রম করার জন্য একটি শর্ট ফিল্মে তাঁর ‘পিরিয়ড স্টোরি’ শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন। মূলত ঋতুচক্র নিয়েই তৈরি হয়েছে একটি স্বাস্থ্য সচেতনতা মূলক সর্ট ফিল্ম, যেখানে তুলে ধরা হবে পিরিয়ড কোনও অপবিত্র জিনিস নয়, বরং সৃষ্টির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ।

দীপিকার 'পিরিয়ড স্টোরি'

দীপিকার ‘পিরিয়ড স্টোরি’

বিশ্ব ঋতুচক্র বিষয়ক স্বাস্থ্য সচেতনতা দিবস প্রসঙ্গে একটি ভিডিওতে নিজের ‘পিরিয়ড স্টোরি’ শেয়ার করলেন দীপিকা পাড়ুকোন। বিশেষ এই ভিডিওতে, দীপিকাকে তাঁর স্কুলে মাসিক শুরু হওয়ার আগেও পিরিয়ড সম্পর্কে জীবন শৈলীর ক্লাসে পিরিয়ড নিয়ে অবগত করার শৈশবের গল্প সকলের সঙ্গে ভাগ করে নিতে দেখা গিয়েছে। তিনি জানিয়েছেন সেই কখনও না ভুলতে পারা দিনের কথা যেদিন তাঁর মা তাঁকে ও তাঁর প্রিয় বন্ধু দিব্যাকে ঋতুচক্র সম্পর্কে বিভিন্ন কথা ঋতুস্রাব কী ও তা কেন হয়, সব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছিলেন।

ভিডিও প্রসঙ্গে দীপিকা

ভিডিও প্রসঙ্গে দীপিকা

বিশ্ব ঋতুচক্র বিষয়ক স্বাস্থ্য সচেতনতা দিবস প্রসঙ্গে এই ভিডিও পোস্ট করে দীপিকা পাড়ুকোন আরও জানিয়েছেন, “আমি সত্যিই কৃতজ্ঞ যে মা কীভাবে আমাদের এই কথোপকথনের মাধ্যমে জীবনের এই চরম সত্য অত্যন্ত সহানুভূতি এবং ধৈর্যের সঙ্গে আমাদের জানিয়েছিলেন। বড় হওয়ার সময় আমি এটিকে সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তগুলির মধ্যে একটি হিসাবে ফিরে দেখি, এবং আমিও এই একইভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সারা বিশ্বের মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে চাই।”

দীপিকার আগামী ছবি

দীপিকার আগামী ছবি

প্রসঙ্গত, এই বছর বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, ২০২২ সালের ৭৫ তম কান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জুরির অন্যতম সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। সেইসঙ্গে দীপিকা পাড়ুকোনকে পরবর্তীতে বলিউডের বাদশা শাহরুখ খানের আগামী ছবিতে তাঁর বিপরীতে ‘পাঠান’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

(Source: oneindia.com)