উঠল গোলি মারো স্লোগান, দেখানো হল জুতো, গেরুয়া শিবিরের কর্মসূচিতে উত্তপ্ত যাদবপুর

উঠল গোলি মারো স্লোগান, দেখানো হল জুতো, গেরুয়া শিবিরের কর্মসূচিতে উত্তপ্ত যাদবপুর
শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারী : গোলি মারো স্লোগান উঠল ! ক্যাম্পাস লক্ষ্য করে জুতো প্রদর্শন হল ! বিরোধী দলনেতা আড়ং ধোলাইয়ের হুঙ্কার দিলেন ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রের মৃত্যুর ঘটনায় গেরুয়া (BJP) ব্রিগেডের কর্মসূচি ঘিরে এভাবেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।  যুব মোর্চার বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ে ৪ নম্বর গেটের সামনে মানববন্ধন করেন অধ্যাপকরা। সামগ্রিক বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্কযুদ্ধ।

২ সপ্তাহের বেশি সময় কেটে গেছে, কিন্তু, যাদবপুরে ছাত্রের মৃত্যু নিয়ে উত্তাপ এতটুকু কমেনি। শুক্রবারের বৃষ্টি ভেজা বিকেলে তারই টুকরো টুকরো ছবি উঠে এল। গোলপার্ক, যাদবপুর থানা (Jadavpur Police Station) থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট, গেরুয়া ব্রিগেডের মিছিল ঘিরে দফায় দফায় বাধল ধুন্ধুমার।

‘যাদবপুর বাঁচাওয়ের’ ডাক দিয়ে গোলপার্ক থেকে এইট বি পর্যন্ত মিছিল করে বিজেপির যুব মোর্চা (BJP Yuva Morcha)। একই ইস্যুতে মিছিলের উদ্যোগ নেয় RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কিন্তু, সেই মিছিল থেকেই উঠল সেই বিতর্কিত স্লোগান। “গোলি মারো’। ২০২০ সালে শাহিনবাগে আন্দোলনকারীদের উদ্দেশে যে স্লোগান তুলে দেশের রাজনীতিতে তর্ক তৈরি করেছিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। যাদবপুরে ফের এই স্লোগান ওঠা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এদিকে, এবিভিপির (ABVP) অনুমতি না থাকার যুক্তিতে পুলিশ তাতে বাধা দেয়। শুরু হয়ে যায় অশান্তি। গোলপার্কে যখন এই কাণ্ড, তখন যাদবপুর থানার সামনেও রণক্ষেত্রের পরিস্থিতি। উত্তাপের আবহেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্রা পালদের নেতৃত্বে বিজেপির যুব মোর্চার এদিন বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে পৌঁছতে ফের তেতে ওঠে পরিস্থিতি।

অশান্তির আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের গেট (University Gate) আগে থেকেই বন্ধ করা ছিল। বিজেপির যুব মোর্চার কর্মীরা গেটের সামনে, রাস্তায় বসে পড়েন চলতে থাকে স্লোগান, শাউটিং, ক্যাম্পাসের দিকে লক্ষ্য করে জুতো দেখান তাঁরা, জলের বোতল ছোড়াও অভিযোগ ওঠে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গেটের সামনে মানবন্ধন করেন যাদবপুরের অধ্যাপকরা। তীব্র উত্তেজনার আবহে যুব মোর্চার মিছিল পৌঁছয় এইট বি-তে। সেখানে হুঙ্কার দেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘পড়ুয়া নয় মাফিয়া, ফেনসিডিল খায়, আমাদের ছেলেরা চামড়া তুলে দিত, হাইকোর্টকে সামলে দিয়েছি। এদের দাওয়াই আড়ং ধোলাই’।

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা ঘিরে যখন কলকাতায় তুলকালাম চলছে, তখন নদিয়ায় মোমবাতি মিছিল করেন এলাকার বাসিন্দারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং র‍্যাগিং বন্ধের দাবিতে সরব হন সকলেই।

(Feed Source: abplive.com)