বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবে কে? সেহওয়াগ জানিয়ে দিলেন নিজের পছন্দ

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবে কে? সেহওয়াগ জানিয়ে দিলেন নিজের পছন্দ

মুম্বই: বাবর আজম, বিরাট কোহলি, স্মিথ, মার্করাম বা বাটলার নন। আসন্ন একদিনের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবেন রোহিত শর্মা। এমনটাই জানালেন বীরেন্দ্র সেহওয়াগ। অতীতে ফিরে গেলে দেখা যাবে, ২০১৯ সালের বিশ্বকাপে সর্বাধিক রান করেছিলেন রোহিত শর্মা। সেবার তিনি পুরো টুর্নামেন্টে মোট ৫টি সেঞ্চুরিও করেছিলেন।

সেবার তিনি ৯টি ম্যাচ খেলে করেছিলেন ৬৪৮ রান। ভারত বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছেছিল। সেখানে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়ে ভারতের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছিল। এবার দেখার আসন্ন ওডিআই বিশ্বকাপে কতদূর যেতে পারে রোহিতের ভারত। বিশ্বকাপে কোন ক্রিকেটার সব চেয়ে বেশি রান করতে পারেন এই প্রসঙ্গে বীরেন্দ্র সেওয়াগ বলেন, ভারতের উইকেট যেহেতু ভীষণ ভালো তাই আমার মনে হয় একাধিক ওপেনার এখানে বেশি রান করবে।

তাই ওপেনারদের কাছে বিরাট সুযোগ থাকছে। বিশ্বকাপে সব চেয়ে বেশি রান করবে কে, এ ক্ষেত্রে যেহেতু আমাকে একজনকে বেছে নিতে হবে, আমি তাতে বাছব রোহিত শর্মাকে। বীরু মনে করেন গত এক দুমাসে রোহিত নিজের ফিটনেস নিয়ে পরিশ্রম করেছেন। ওজন কমিয়েছেন। আর এটাই বিশ্বকাপে রোহিত শর্মার প্লাস পয়েন্ট হতে চলেছে। এমনিতে তার ক্লাস নিয়ে সন্দেহ ছিল না।

(Feed Source: news18.com)