পিএইচডি করতে চাইছেন? সুযোগ দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, জেনে নিন বিস্তারিত

পিএইচডি করতে চাইছেন? সুযোগ দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, জেনে নিন বিস্তারিত

পশ্চিম মেদিনীপুর: পিএইচডি করতে চাইছেন। সুযোগ রয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। ক্লাস শুরু চলতি বছরের ডিসেম্বর মাসে। পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই মর্মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন অনলাইনেই।

বিশ্ববিদ্যালয়ের আর্টস, সায়েন্স এবং কমার্স শাখার যে বিষয়গুলিতে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন, সেগুলি হল— বাংলা, কমার্স, অর্থনীতি, ইংরেজি, হিন্দি, ইতিহাস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ম্যানেজমেন্ট, দর্শন, সমাজবিদ্যা, ভূগোল, বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ফিশারিজ সায়েন্স, গণিত, ফিজিওলজি এবং জুলজি।

আবেদন জানানোর জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স বা তার সমতুল ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি প্রোগ্রামে অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের নম্বর থাকতে হবে যথাক্রমে ৫৫ শতাংশ এবং ৫০ শতাংশ। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্যান্য মাপকাঠি, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

যোগ্যতার উপর নির্ভর করে কোর্সে ভর্তি নেওয়া হবে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি-সহ ভর্তির আবেদন জানাতে হবে।

আবেদন মূল্য স্বরূপ জমা দিতে হবে ৫০০ টাকা। আবেদন জানানোর শেষ দিন আগামী ১২ সেপ্টেম্বর।পরীক্ষা হবে অক্টোবরে। ক্লাস শুরু হবে ডিসেম্বরে। ভর্তির বিষয়ে বিভিন্ন তথ্য বিস্তারিত জানার জন্য পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে।

(Feed Source: news18.com)