যাদবপুর মামলায় হোঁচট শুভেন্দুর! কেন ‘বিরক্ত’ হাইকোর্ট?

যাদবপুর মামলায় হোঁচট শুভেন্দুর! কেন ‘বিরক্ত’ হাইকোর্ট?
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। ওই ঘটনায় হাইকোর্টে (Calcutta HighCourt) মামলাও করবেন বলে জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু, ওই মামলা নিয়ে হাইকোর্টেই ধাক্কা খেলেন তিনি। ওই ঘটনা নিয়ে শুভেন্দুর মামলায় বিরক্তিপ্রকাশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। প্রধান বিচারপতির চাপের মুখে মামলা প্রত্যাহার শুভেন্দু অধিকারীর।

যাদবপুরে মাওবাদী ও দেশ বিরোধী শক্তি সক্রিয় রয়েছে, মামলায় এই দাবি করেছিলেন বিরোধী দলনেতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হস্টেলে ছাত্রের মৃত্যুকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। তা নিয়েই বিরক্তিপ্রকাশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। শুভেন্দুর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, ‘আপনি কি মামলা গুরুত্ব দিয়ে দেখছেন? আপনার কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। নিজেকে ক্লান্ত করবেন না।’ শুভেন্দু অধিকারীর সঙ্গেই মামলা প্রত্যাহার বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির।

(Feed Source: abplive.com)