ফের ভারতকে উস্কানি চিনের! সরকারি মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে নিজের বলে দাবি

ফের ভারতকে উস্কানি চিনের! সরকারি মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে নিজের বলে দাবি

বেজিং: চলতি বছরে নিজের দেশের সরকারি ‘স্ট্যান্ডার্ড ম্যাপ’-এর নতুন এডিশন বের করেছে চিন৷ আর সেই মানচিত্রই নতুন করে শুরু করল বিতর্ক৷ ভারতের বৈদেশিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পদক্ষেপ G-20 সম্মেলনের আগে ভারতকে নতুন করে ‘উস্কানি’ দেওয়া ছাড়া আর কিছুই নয়৷ কী রয়েছে চিনের এই নতুন মানচিত্রে?

গত ২৮ অগাস্ট বেজিংয়ের তরফে প্রকাশ করা চিনের এই সরকারি মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অংশ হিসাবে দেখিয়েছে চিন৷ বহুদিন ধরেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে নিজেদের দেশের অংশ বলে দাবি করে আসছে চিন৷ পাশাপাশি, জম্মু ও কাশ্মীরের পূর্বের লাদাখ সংলগ্ন অংশ, যা ১৯৬২-র যুদ্ধে দখল করে নিয়েছিল চিন, সেই আকসাই চিনকেও নতুন মানচিত্রে নিজেদের বলে দাবি করেছে বেজিং৷

শুধু ভারতই নয়, তাইওয়ান, বিতর্কিত দক্ষিণ চিন সাগরের একটি বিস্তীর্ণ এলাকাকেও চিনের বলে দাবি করা হয়েছে৷ প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগরের ওই অংশকে ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া এবং ব্রুনেই সকলেই নিজের বলে দাবি করে থাকে৷

কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখাও হয়েছিল তাঁর৷ এদিকে, চলতি বছরে ভারতেই আয়োজিত হতে চলেছে G-20 সম্মেলন৷ সেই সম্মেলনের আর সপ্তাহখানেক বাকি৷ সেই সম্মেলনে আমন্ত্রিত রয়েছে চিনও৷ G-20 সম্মেলনের আগে চিন প্রশাসনের নতুন করে এই মানচিত্র প্রকাশ ফের বিতর্কে জন্ম দিয়েছে৷

এদিন গোটা ঘটনার প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন আধিকারকিদের একাংশ স্পষ্ট প্রতিক্রিয়ায় জানান, ‘‘অরুণাচল প্রদেশ ভারতের অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে৷’’

কেন্দ্রীয় এক আধিকারিকের কথায়, ‘‘চিন আসলে ভয়ঙ্কর হতাশ৷ তাই সবরকমের প্রচার চালানোর চেষ্টা করছে৷ সপ্তাহ খানেক আগে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে শি জিনপিংয়ের দেখা হয়েছিল আর সপ্তাহ খানেক পরেই G-20 সম্মেলন৷ এই সময় এই মানচিত্র প্রকাশের অর্থ আমাদের সকলের কাছেই স্পষ্ট৷ অরুণাচল প্রদেশ ভারতের অংশ, চিনের এই মানচিত্র বেআইনি৷’’

(Feed Source: news18.com)