বাংলাদেশঃ মির্জা ফখরুলকে কটুক্তি, ৫শ কোটি টাকার মামলা

বাংলাদেশঃ মির্জা ফখরুলকে কটুক্তি, ৫শ কোটি টাকার মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লক্ষ টাকার অনুদান নিয়ে স্ত্রীর চিকিৎসার জন্য বিদেশ ভ্রমন গেছেন এ সংক্রান্ত ফেসবুকে অপপ্রচার ও মিথ্যা তথ্য পরিবেশনের অভিযোগে মেহেদী হাসান রনি নামে এক যুবকের বিরুদ্ধে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫শ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জয়নাল আবেদীন বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।

মামলার আসামি মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের আব্দুল বক্করের ছেলে।

মামলার বাদী জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, বিবাদী তার ফেসবুকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের ছবি এবং ৫০ লক্ষ টাকার একটি চেক আপলোড করে স্ট্যাটাস দেন যে সাবাস ফখরুল,নামেও ফখরুল, কামেও ফখরুল।

সেই সাথে উল্লেখ্য করেন যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ৫০ লক্ষ টাকা নিয়ে স্ত্রীর চিকিৎসায় সিঙ্গাপুর গেছেন ফখরুল।

বিষয়টিকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে ফখরুলের ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে দাবি করে মামলাটি আনয়ন করা হয়। এতে বাদী জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদকের মানহানি হওয়ায় দন্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় মেহেদী হাসান রনিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলাটি গ্রহণ করেন।

(Feed Source: sunnews24x7.com)