উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালই উপাচার্য! বেনজির সিদ্ধান্ত রাজ্যপালের

উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালই উপাচার্য! বেনজির সিদ্ধান্ত রাজ্যপালের

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্যের সঙ্গে সংঘাত ক্রমশই বাড়ছে। এরই মধ্যে বৃহস্পতিবার বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাতে রাজভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ হয়নি সেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আচার্য নিজেই সেই দায়িত্ব পালন করবেন।

একাংশের মতে, কার্যত নজিরবিহীন সিদ্ধান্তই নিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি, তিনি বৃহস্পতিবার রাতে আরওরাজভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ হয়নি সেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আচার্য নিজেই সেই দায়িত্ব পালন করবেন এক বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য হিসেবে রাজকুমার কোঠারিকেই তিনি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়েরও অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করলেন।

এক্ষেত্রে একই ব্যক্তি দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাবেন। সাম্প্রতিক সময়ে এই নজির ছিল না। এখন রাজ্যের মোট ১৭ টি বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য রয়েছে। রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির যে কটিতে উপাচার্য পদ খালি রয়েছে সেখানকার ছাত্রদের ডিগ্রি শংসাপত্র বা অন্যান্য নথি পেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাঁদের সহায়তার জন্যই মাননীয় রাজ্যপাল আচার্য হিসেবে তাঁর ক্ষমতা বলে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেই সেই দায়িত্ব পালনে সিদ্ধান্ত নিয়েছেন।

রাজভবনের তরফে আরও জানানো হয়েছে রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় উপাচার্য না থাকায় ডিগ্রি শংসাপত্র বা অন্যান্য নথি সংগ্রহের সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। এই সমস্যা সমাধানে পদক্ষেপ করেছেন রাজ্যপাল। রাজভবনের তরফে জানানো হয়েছে amnesamne.rajbhavankolkata@gmail.com এই মেইল আইডিতে যে কোনও সমস্যার কথা জানাতে পারবেন পড়ুয়ারা। পাশাপাশি, একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে। ০৩৩২২০০১৬৪২ এই ফোন নম্বরে ও ফোন করতে পারবেন পড়ুয়ারা। পড়ুয়াদের সমস্যার কথা জানতে মাঝেমধ্যে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে রাজ্যপাল। এমনকী বিভিন্ন সময়ে সার্কিট হাউজেও রাজ্যপালের সঙ্গে সরাসরি দেখা করতে পারবেন পড়ুয়ারা। প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্যপালের উপাচার্য নিয়োগের পদ্ধতি নিয়ে ফের প্রশ্ন তুলেছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

(Feed Source: news18.com)