‘সৌরভকে আপনারা ফাঁসিয়েছেন এবার…!’ হুমকি চিঠি পেলেন যাদবপুরের রেজিস্ট্রার

‘সৌরভকে আপনারা ফাঁসিয়েছেন এবার…!’ হুমকি চিঠি পেলেন যাদবপুরের রেজিস্ট্রার

কলকাতা: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ। বিষয়টি নিয়ে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। সেখানে, বলা হয়েছে, যাদবপুর কাণ্ডে আপনারা সৌরভ চৌধুরীকে ফাঁসিয়েছেন। পাশাপাশি চিঠিতে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। একইসঙ্গে চিঠিতে লেখা হয়েছে জুতোর মালা পরানো হবে। সঙ্গে অশালীন ভাষায় গালিগালাজও করা হয়েছে চিঠিতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় সিসিটিভি কবে বসবে? তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়কে বলতে পারল না সরকারি সংস্থা “ওয়েবেল”। সিসিটিভি বসাতে কার্যত এখনও বেশ কিছুটা সময় লাগবে। ওয়েবেল-এর ই-মেল এই এই তথ্য দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়কে। ওয়েবেলের পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে চিঠি।

বিশ্ববিদ্যালয় তরফে যে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে তার প্রাপ্তি করে চিঠি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়কে। ওয়েবেলের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হল বিশ্ববিদ্যালয়কে কবে এই কাজ শুরু হবে তা দ্রুত জানানো হবে। ওয়েবেলের পক্ষ থেকে সব রকম পদক্ষেপ করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ই-মেল করে জানাল ওয়েবেল কর্তৃপক্ষ।

পাশাপাশি, দিন কয়েক আগেই যাদবপুর কাণ্ডের পরে সরকারের তরফে শুরু হয়েছে অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নম্বর। নম্বরটি হল– ১৮০০৩৪৫৫৬৭৮। রাজ্যের শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে এই বিশেষ অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নম্বর।

(Feed Source: news18.com)