ম্যাচ ভেস্তে যাওয়ায় লাভবান পাকিস্তান! পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার ফোরে পাকিস্তান

ম্যাচ ভেস্তে যাওয়ায় লাভবান পাকিস্তান! পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার ফোরে পাকিস্তান
পাল্লেকেলে: বৃষ্টি কি আশীর্বাদ হয়ে দেখা দিল বাবর আজমদের শিবিরে?

শনিবার এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ এ-তে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। ১ পয়েন্ট করে পেল ভারত ও পাকিস্তান – দুই দলই। যাতে সুবিধা হল পাক শিবিরের।

নেপালের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে বিরাট ব্যবধানে জিতেছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকেও ১ পয়েন্ট পাওয়ায় পাকিস্তানের মোট পয়েন্ট দাঁড়াল ৩। ২ ম্যাচে। গ্রুপ এ-র পয়েন্ট টেবিলের শীর্ষে বাবররা। এশিয়া কাপের প্রথম দল হিসাবে সুপার ফোরে পৌঁছে গেল পাকিস্তান।

রোহিত শর্মাদের অবশ্য অপেক্ষা করে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। নেপালের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ জিতলে রোহিতরাও জায়গা করে নিতে পারবেন সুপার ফোরে।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিলই। তবু দুপুরের দিকে পাল্লেকেলের আবহাওয়ার উন্নতি হয়। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই। তবে ভারতীয় ইনিংস চলাকালীন দুবার বৃষ্টি নামে। যার মধ্যে প্রথমবার ৩৩ মিনিট খেলা বন্ধ ছিল। শেষ পর্যন্ত ভারতীয় ইনিংস পুরোটাই শেষ হয়। ২৬৬ রানে অল আউট হয়ে যায় ভারত। পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৬৭ রানের। কিন্তু ফের নামে বৃষ্টি। নানারকম অঙ্ক ঘুরতে থাকে। ডাকওয়ার্থ লুইস নিয়মে দেখা যায়, বৃষ্টি থেমে ২০ ওভারের ম্যাচ করা সম্ভব হলে পাকিস্তানের পরিবর্তিত লক্ষ্য দাঁড়াবে ১৫৫ রানের।

কিন্তু তাও করা গেল না। অঝোরে বৃষ্টিতে ম্যাচ ভেস্তেই গেল।

শ্রীলঙ্কার মাটিতে ভারত ও পাকিস্তান – দুই দল এখনও পর্যন্ত ছটি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে বৃষ্টির জন্য পণ্ড হল ৪টি দ্বৈরথ! দুটি ম্যাচ তো শুরুই করা যায়নি। টসও হয়নি। আইসিসি রেকর্ডে যে কারণে সেই ম্যাচ দুটিকে পরিত্যক্ত বলা হয়েছিল। দুটি ম্যাচে বৃষ্টির জন্য কোনও ফল হল না। বাকি দুই ম্যাচের একটিতে জিতেছে ভারত। অন্যটিতে পাকিস্তান।

(Feed Source: abplive.com)