স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়ছে, অথচ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে! কেন

স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়ছে, অথচ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে! কেন

উত্তর দিনাজপুর: ছাত্র ছাত্রীদের সংখ্যা বাড়লেও ক্রমশই কমে গেছে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। উত্তর দিনাজপুর জেলার এ বছর প্রায় সাড়ে সাত হাজার মাধ্যমিক পরীক্ষার্থী কম ছিল। এতবেশি সংখ্যক পরীক্ষার্থী কমে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে শিক্ষক-শিক্ষিকাদের কপালে।

আগামী দিনে এমন ভাবে পড়ুয়ার সংখ্যা কমতে থাকলে বিদ্যালয়গুলির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে তাই পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির উপর বিশেষ জোর দিয়েছে জেলা শিক্ষা দপ্তর।আগামী বছর মাধ্যমিক পরীক্ষা পরিচালনার দায়িত্বভার পেয়েছেন বাঙ্গাল বাড়ি স্কুলের সহ-শিক্ষক আদিত্য নারায়ন দাস।

জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে ২০২৩ সালে উত্তর দিনাজপুর জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১ হাজার ২১ জন।উত্তর দিনাজপুর জেলায় এবার ২০টি প্রধান পরীক্ষা কেন্দ্র-সহ ১১৭ টি পরীক্ষা কেন্দ্র আছে। গত বছরের তুলনায় এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কম থাকলেও ছাত্রীদের সংখ্যা বেশি। আদিত্য নারায়ণ দাস বলেন আগামী বছর জেলার মাধ্যমিক পরীক্ষা পরিচালনার দায়িত্বভার পর্ষদ দিয়েছে।

এবছর যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় বসে ছিল তারা ২০১৭ সালে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিল। আগে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য বয়স ৯ বছর পূর্ণ হতে হবে৷ ফলে  ৯ বছর বয়সে যারা পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিল তারা বোর্ডের নিয়ম অনুযায়ী এবছর ফর্ম ফিলাপ করতে পারেনি।

কিন্তু ওই বছর নিয়ম পরিবর্তন করে পঞ্চম শ্রেণীতে ভর্তির বয়স ১০ বছর করা হয়।কোভিড পরিস্থিতির জেরে হওয়া লকডাউন হওয়ায় স্কুল বন্ধ ছিল৷ ফলে নবম শ্রেণীতে অনেক ছাত্র-ছাত্রীর সময় মতো রেজিস্ট্রেশন করতে পারেননি৷ আশা করা যায় আগামী বছর সেই সমস্যা হবে না।

(Feed Source: news18.com)