দেশের নাম পরিবর্তন নিয়ে বিতর্কের আবহে অমিতাভ বচ্চনের ট্যুইট ‘ভারত মাতা কি জয়’!

দেশের নাম পরিবর্তন নিয়ে বিতর্কের আবহে অমিতাভ বচ্চনের ট্যুইট ‘ভারত মাতা কি জয়’!

নয়াদিল্লি: দেশজুড়ে এখন একটাই প্রধান আলোচনা। দেশের নাম ‘India’ না ‘ভারত’ (Bharat), তার সমর্থনে তোলপাড় গোটা দেশের রাজনীতি। এই আবহে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে করা পোস্ট ইঙ্গিত দিল তাঁর পছন্দের নামের।

অমিতাভ বচ্চনের ‘এক্স’ পোস্টে কোন নামের সমর্থন?

দেশের নাম পরিবর্তন নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখনই মঙ্গলবার দুপুরে ‘এক্স’ পোস্ট করলেন অমিতাভ বচ্চন। তিনি লেখেন, ‘ভারত মাতা কি জয়’। সেই সঙ্গে তেরঙ্গার ইমোজি ও কমলা ফ্ল্যাগ ইমোজি দেন। হিন্দিতে এমনটাই লেখেন বিগ বি। তাঁর পোস্টে ইতিমধ্যেই ২৬ হাজার লাইক পড়েছে। সেই সঙ্গে রিপোস্টের সংখ্যা ছুঁয়েছে ৪,১২০ যা ক্রমেই বাড়ছে।

প্রসঙ্গত, জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে যে নিমন্ত্রণপত্র গিয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, তাতে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র (President of India) পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat) লেখা হয়েছে। সংবিধান লঙ্ঘন করে দেশের নামও পাল্টে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলতে শুরু করেছেন বিরোধীরা। (G20 Summit 2023)

অন্য রাষ্ট্রের প্রধানদের নিয়ে জি-২০ সম্মেলনের আয়োজন হচ্ছে। এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সরকারি নিমন্ত্রণপত্রে ‘India’র পরিবর্তে ‘ভারত’ লেখার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞরাও।  শুধু নিমন্ত্রণপত্রেই নয়, বিদেশি অতিথিতের যে পুস্তিকা পাঠানো হয়েছে, তাতেও ‘India’র পরিবর্তে ‘ভারত’ লেখা রয়েছে বলে জানা গিয়েছে, যার শীর্ষক হিসেবে লেখা হয়েছে, ‘Bharat, The Mother of Democracy’, অর্থাৎ ‘ভারত, গণতন্ত্রের জননী’।

রাইসিনা হিলের তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যে নিমন্ত্রণপত্রে পাঠানো হয়েছে, তার প্রতিলিপি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। কংগ্রেস-সহ বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে সরব হয়েছে। বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ ট্যুইটারে (অধুনা X) লেখেন, ‘খবর তাহলে সত্য। ৯ সেপ্টেম্বর আয়োজিত জি-২০ সম্মেলনের নৈশভোজের নিমন্ত্রণপত্রে  পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। তাতে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে, ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে। সংবিধানের ২ নং অনুচ্ছেদে সাফ বলা রয়েছে, ‘ভারত অর্থাৎ ইন্ডিয়া, রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে’। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের উপরই আঘাত হানা হচ্ছে’। এর পাল্টা, বিজেপি-র তরফে ‘India’ পরিবর্তে ইংরেজিতে ‘Bharat’ লেখার সমর্থনে প্রচার শুরু হয়ে গিয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ভারতীয় প্রজাতন্ত্র-আমাদের সভ্যতা দৃঢ় পদক্ষেপে অমৃতকালের দিকে এগোচ্ছে দেখে আনন্দ হচ্ছে, গর্ববোধ করছি’।

অন্যদিকে, কাজের ক্ষেত্রে, অমিতাভ বচ্চন আপাতত ব্যস্ত ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৫’-এর সঞ্চালনায়। এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে ‘কলকি ২৮৯৮ এডি’, ‘গণপথ’ ও ‘বাটারফ্লাই’ ছবির কাজ।

(Feed Source: abplive.com)