উলুবেড়িয়ায় জমি দখল কেন্দ্র করে খুনের অভিযোগ প্রোমোটারচক্রের বিরুদ্ধে

উলুবেড়িয়ায় জমি দখল কেন্দ্র করে খুনের অভিযোগ প্রোমোটারচক্রের বিরুদ্ধে

কলকাতা: প্রোমোটার চক্রের দৌরাত্ম্যে চাঞ্চল্য উলুবেড়িয়ায়। জমি দখলকে কেন্দ্র করে খুনের অভিযোগ প্রোমোটার ও তার সঙ্গীদের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে কলকাতা পুলিশের এক কনস্টেবলও আছে বলে অভিযোগ।

ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। গত ৫ এপ্রিল তাঁদের বাড়িতে হামলা করা হয় বলে উলুবেড়িয়াবাসী এক পরিবারের তরফে দায়ের করা হয় অভিযোগ। এর জেরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আদালতে দ্বারস্থ হয় পরিবার। এলাকায় শান্তি বজায় রাখার জন্য নির্দেশ দেয় আদালত। যদিও অভিযোগ, এর পরও লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।

এখানেই শেষ নয়। মামলাকারী মহিলার ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মারধর ও অত্যাচারের জেরে মহিলার স্বামী মারা যান বলে অভিযোগ করা হয়েছে। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার এই ঘটনাপ্রবাহের রিপোর্ট পেশ করলেন আদালতে। বিচারকের প্রশ্ন, তদন্তকারী আধিকারিকদের আচরণে এত ঢিলেমি কেন? থানায় অভিযোগ জানানো হলেও প্রথমে কেন গুরুত্ব দিয়ে দেখল না পুলিশ?

মামলাকারীদের অভিযোগ, গত ৯ অগাস্ট থানায় অভিযোগ জানানো হলেও পুলিশের তরফে ঢিলেমি ছিল। প্রসঙ্গত এই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ না করার জন্য এক পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্যের তরফে। গ্রেফতার করা হয়েছে এক কনস্টেবল-সহ ১১ জন অভিযুক্তকে। যদিও পরবর্তীতে তারা জামিন পায় কলকাতা হাইকোর্ট থেকে।

পুলিশ সুপারের নজরদারিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীদের বাড়ির সামনে পুলিশ পিকেট বসানোরও নির্দেশ দিয়েছেন বিচারক জয় সেনগুপ্ত।

(Feed Source: news18.com)