‘লোকে ভাবে কালাজাদু জানি…আমরা ভারতীয় ইন্ডিয়ান নই’, দেশের নাম বদল বিতর্কে কঙ্গনা

‘লোকে ভাবে কালাজাদু জানি…আমরা ভারতীয় ইন্ডিয়ান নই’, দেশের নাম বদল বিতর্কে কঙ্গনা

‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ বিতর্ক নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। সেই বিতর্কে ঘি ঢেলেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এক আমন্ত্রণপত্র। যা প্রকাশ্যে এনে কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, রাষ্ট্রপতির আয়োজনে জি২০ বৈঠকের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। ব্যাস, শুরু রাজনৈতিক তরজা। তাহলে কি দেশের নাম পালটে শুধু ‘ভারত’ করার বিল আনতে চলেছে কেন্দ্র?

আর যেখানে বিতর্ক সেখানে কঙ্গনার টিপ্পনি থাকবে না তা কী হয়! ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ ইস্যুতে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন কঙ্গনা। হিন্দুস্তান টাইমসে দু-বছর আগে প্রকাশিত তাঁর একটি বক্তব্যের স্ক্রিনশট ‘এক্স’ (টুইটার) প্ল্যাটফর্মে শেয়ার করে নেন অভিনেত্রী। সেখানে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ভারত নাম ব্যবহারের পক্ষের সওয়াল করেছিলেন কঙ্গনা।

২০২১ সালে কঙ্গনা জানিয়েছিলেন ‘ইন্ডিয়া’ নাম থেকে দূরে থাকা উচিত, আমরা ভারতীয় এবং আমাদের দেশ ভারত। ‘ইন্ডিয়া’ নাম দাসত্বের প্রতীক বলেই মনে করেন অভিনেত্রী। এদিন একটি ফ্যানের পোস্টও এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেন বলিউডের ‘কুইন’। সেখানে ওই নেটিজেন অভিনেত্রীর প্রসংশা করে লিখেছেন- ‘সবসময়ই সময়ের চেয়ে এগিয়ে ভাবেন কঙ্গনা’। এরপর জবাবে ‘থালাইভি’ নায়িকা লেখেন- ‘আর লোকে ভাব আমি ব্ল্যাক ম্যাজিক জানি। এটা সাধারণ গ্রে ম্যাটার (বুদ্ধি) প্রিয়… সকলকে অভিনন্দন!! দাসত্বের শৃঙ্খল থেকে পাওয়া নাম থেকে মুক্তি… জয় ভারত’।

বিস্তারিত পোস্টে কঙ্গনা ‘ভারত’ নামের গুরুত্ব তুলে ধরেন। অভিনেত্রী লেখেন- ‘এই নামটার (ইন্ডিয়া) প্রতি ভালোবাসা থাকার কারণ কী? তারা (ব্রিটিশরা) সিন্ধু উচ্চারণ করতে পারত না। তাই সেটা অপভ্রংশ করে ‘ইন্দুস’ করেছিল। তারপর কখনও হিন্দুস, কখনও ইন্দুস এইসব বলতে বলতে ইন্ডিয়া নাম দিয়ে দিল। সেই মহাভারতের যুগ থেকে, যে সকল রাজারা কুরুক্ষেত্রের লড়াইয়ে যোগ দিয়েছেন, তাঁরা সকলে একটাই দেশের অংশ ভারত। তাহলে এই ইন্দু-সিন্ধু কোথা থেকে এল?’

কঙ্গনা আরও বলেন- ‘ভারত নামটা অর্থপূর্ণ। ইন্ডিয়া নামের মানে কী? তারা রেড ইন্ডিয়ান বলত কারণ পুরোনো ইংরাজিতে ইন্ডিয়ান বলতে বোঝায় দাস। তাারা আমাদের ইন্ডিয়ান নামকরণ করেছিল কারণ সেটাই (দাস) ছিল ব্রিটিশদের চোখে আমাদের পরিচিতি। আগে তো ডিকশনারিতে ইন্ডিয়ান অর্থ হিসাবে উল্লেখ করা হত দাস, এখন সেটা বদলে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়ান নই, আমরা ভারতীয়’।

প্রসঙ্গত, কঙ্গনাকে আগামিতে দেখা যাবে ‘চন্দ্রমুখী ২’তে। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘তেজাস’ এবং ‘এমার্জেন্সি’র মতো বহুচর্চিত প্রোজেক্ট। ‘এমার্জেন্সি’তে দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এই ছবির পরিচালক এবং প্রযোজকও তিনি।

(Feed Source: hindustantimes.com)