অক্সফোর্ড, কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান? এই বিষয়গুলি মাথায় রাখুন

অক্সফোর্ড, কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান? এই বিষয়গুলি মাথায় রাখুন

হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড এবং কেমব্রিজের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনেকেই স্বপ্ন। যদিও বিষয়টি খুবই কঠিন। এইসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সাফল্যের জন্য প্রথম থেকে পরিকল্পনা করতে হবে। সবার আগে লক্ষ স্থির করতে হবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রথম থেকেই পরিকল্পনা প্রয়োজন। উচ্চ বিদ্যালয় থেকেই খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে। কেবল পাঠ্যবই নয় তার বাইরেও বিভিন্ন ধরণের বই পড়তে হবে, প্রতিনিয়ত যা ঘটে চলেছে সেই সব বিষয়ে নিজেকে ওয়াকিবহাল রাখতে হবে।

এইসব প্রথম সারির বিশ্ববিদ্যালয় গুলি সম্ভবনাময় এমন ছাত্র-ছাত্রীদেরই সুযোগ দেয়। তবে শুধু পড়াশোনাই নয় তার পাশাপাশি বিজ্ঞান গবেষণা, খেলাধুলা, শিল্পকলা সেই ছাত্র বা ছাত্রী কতটা উৎসাহী তাও দেখা হয়। পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়গুলিতে আবেদন করছেন তাদের ভর্তির নিয়ম কানুনগুলিও ভাল ভাবে বুঝে নিতে হবে। সেখানে আবেদন করার জন্য নিজেকে তৈরি করার পাশাপাশি বায়োডাটাও ভাল করে তৈরি করতে হবে। নিজের ভাল গুণ, ভাল রেজাল্ট সবটা সেখানে থাকাটা আবশ্যক।

তবে এইসবের পাশাপাশি কবে থেকে আবেদন শুরু হয়ে কত দিন পর্যন্ত চলবে সেই বিষয়েও খবর রাখতে হবে। কিছু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্বাচনের জন্য নানা রকম পরীক্ষা ইন্টারভিউ নিয়ে থাকে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ মক টেস্টের মাধ্যমে বাড়িতে প্যাকটিস করতে হবে। SAT বা ACT এর ম পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।

তবে এত কিছুর পরও প্রত্যাখ্যাত হলেও সেখান থেকে শিখতে হবে। একবার সুযোগ না পাওয়া মানে সবটা শেষ হয়ে যাওয়া নয়, আবার নতুন উদ্যমে সবটা শুরু করতে হবে।

(Feed Source: news18.com)