UN Secretary-General Antonio Guterres: জি২০-তে ভাষণ দিতে আসছেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনারেলও! কী বলবেন তিনি সমবেত নেতৃবৃন্দকে?

UN Secretary-General Antonio Guterres: জি২০-তে ভাষণ দিতে আসছেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনারেলও! কী বলবেন তিনি সমবেত নেতৃবৃন্দকে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে আয়োজিত আঠারোতম জি২০ সম্মেলেন যোগ দিতে দেশ-বিদেশ থেকে আসছেন বড় বড় সব দেশের হেভিওয়েট সব নেতাব্যক্তি। জো বাইজেন, ঋষি সুনাক, জাস্টিন ট্রুডো– এ বলে আমায় দেখ, ও আমায়। এই পরিস্থিতিতেই ভারতে আসছেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনারেল আন্তোনিয়ো গুয়েতেরস। আগামীকাল, ৮  সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ভারতে থাকবেন।

জানা গিয়েছে, জি২০-র মূল বৈঠক শুরুর আগে রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনারেল আন্তোনিয়ো গুয়েতেরস একটি সাংবাদিক বৈঠক করবেন দিল্লিতে। সেখানে তিনি ভারতে তাঁর আসার কারণ ব্যাখ্যা করবেন। পাশাপাশি বিশ্বের সমবেত নেতৃমণ্ডলীকে ঠিক কী তিনি বলতে চান, তার একটা আভাসও দেবেন। ৮ সেপ্টেম্বর সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ তিনি এই সাংবাদিক বৈঠক করবেন। নিউ দিল্লির ইউ এন হাউসে।

প্রগতি ময়দানের ‘স্টেট-অফ-দ্য-আর্ট ভারত মণ্ডপম কনভেকশন সেন্টারে’ আয়োজন করা হয়েছে আসন্ন জি২০ বৈঠকের। বৈঠক চলবে তিনদিন, এর মধ্যে দুদিন ৯ ও ১০ সেপ্টেম্বর বৈঠক হবে ভারত মণ্ডপমে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক শুরুর দুদিন আগে আসছেন। বিশ্বের অধিকাংশ হেভিওয়েট নেতাই আগামীকাল শুক্রবার, ৮ সেপ্টেম্বর থেকে দিল্লিতে আসতে শুরু করবেন। তিনদিনের এই বৈঠকে অর্থনীতি, পরিবেশ, পরিকাঠামো, উন্নয়ন ইত্যাদি নিয়ে জি২০-ভুক্ত দেশগুলি পরস্পরের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে। এই তিনদিন দিল্লিতে যাতে পথঘাট যানজটমুক্ত থাকে, সেজন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ-অফিস।

মোট ৪৩ জন সদস্য রয়েছেন জি২০ গোষ্ঠীতে। দেশ রয়েছে ১৯টি। বৈঠকে যেমন থাকছেন জো বাইডেন, ঋষি সুনাক, জাস্টিন ট্রুডো-র মতো হেভিওয়েট তথা তারকাসুলভ রাষ্ট্রনেতা, তেমনই থাকতে পারছেন না জি জিনপিং বা ভ্লাদিমির পুতিনের মতো বড় মাপের রাষ্ট্রপ্রধানও।

(Feed Source: zeenews.com)