মন্ত্রে তাড়িয়ে ছিলেন ভূত!এবার হিমাচলে বিপর্যয়ের কারণ বললেন IIT মান্ডির ডিরেক্টর

মন্ত্রে তাড়িয়ে ছিলেন ভূত!এবার হিমাচলে বিপর্যয়ের কারণ বললেন IIT মান্ডির ডিরেক্টর

হিমাচলে প্রায়শই কেন ভূমিধস, কেনই বা মেঘ ভাঙা বৃষ্টি তার কারণ জানালেন আআইটি মান্ডির ডিরেক্টর লক্ষ্মীধর বেহরা। সম্প্রতি নানা সময়ে হিমাচলে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে। এর কারণও বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন। তবে আইআইটি মান্ডির ডিরেক্টর এর কারণ হিসাবে যে ব্যাখ্যা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তা রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। তাঁর মতে মাংস খাওয়ার কারণে নানা সময়ে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে হিমাচলে।

সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সেই ভিডিয়োতেই তিনি পড়ুয়াদের কাছে হিমাচলে প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হিসাবে প্রাণীহত্যা এবং মাংস খাওয়াকেই চিহ্নিত করেছেন।

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে একজন পড়ুয়া তাঁকে জিজ্ঞাসা করছেন, ‘ভাল মানুষ হতে গেলে কী করতে হবে?’ উত্তরে বেহরা বলছেন,’মাংস না খাওয়া।’ প্রসঙ্গক্রমে তিনি বলছেন,’যদি নিরীহ পশুদের হত্যা করা বন্ধ না হয়, তবে আগামী দিনে হিমাচলে বড় বিপর্যয় নেমে আসবে।…এই নিষ্ঠুরতার প্রভাবে বড় আকারে ভূমিধস, মেঘভাঙা বৃষ্টি হবে।’ কোন অনুষ্ঠানে, কবে তিনি এই বক্তব্য রেখেছেন তা জানা যায়নি। ইউটিউবে সম্প্রতি ভিডিয়োটি আপলোড করা হয়েছে।

এ নিয়ে প্রখ্যাত ভূতত্ত্ববিদ স্কুল অফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ (সিইউএইচপি)-এর ডিন অম্বরীশকুমার মহাজনকে প্রশ্ন করা হলে তিনি বলেন,’কে কী বলেছে তা নিয়ে আমি কোনও মন্তব্য করতে পারি না। তবে হিমাচলের বিপর্যয়গুলির সঙ্গে নৃতাত্ত্বিক এবং ভূতাত্ত্বিক কারণগুলি জড়িত তা বলা যেতে পারে।’

তবে এই প্রথম নয়, গত বছর আইআইটি মান্ডির ডিরেক্টর হিসাবে যোগ দেওয়ার পর লক্ষ্মীধর বেহরার একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োতে তিনি দাবি করেন, মন্ত্র উচ্চারণ করে তিনি ভূত তাড়িয়েছেন।

দিল্লি আইআইটির প্রাক্তনী লক্ষ্মীধর বেহরা পোস্ট ডক্টরেট করেন জার্মান ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি থেকে। রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। তাঁর এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

(Feed Source: hindustantimes.com)