জন্মদিনে মহাকালেশ্বর মন্দিরে ক্যামেরার লেন্সবন্দি ধবন, অক্ষর

জন্মদিনে মহাকালেশ্বর মন্দিরে ক্যামেরার লেন্সবন্দি ধবন, অক্ষর
উজ্জয়িনী: দিন কয়েক আগেই বিশ্বকাপের জন্য ভারতের (Indian Cricket Team) ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল। সেই দলে সুযোগ পাননি শিখর ধবন (Shikhar Dhawan)। গত বছরের শেষের দিক থেকে আর জাতীয় দলে ডাক পাননি তিনি। শুভমন গিল, ঈশান কিষাণরা তাঁর থেকে আপাতত পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন। তবে তা সত্ত্বেও ভারতীয় সতীর্থদের বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের মন জিতেছিলেন ধবন। এবার তাঁর নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ধবনকে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বিখ্য়াত মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Mandir) দেখা গেল। ধবনের পরণে ছিল সাদা রঙের কুর্তা ও পায়জামা। তবে ধবন কিন্তু একা নন, ভিডিওতে তাঁর ঠিক পিছনেই দেখা মেলে বলিউডের তারকা অক্ষর কুমারের (Akshay Kumar)। তাঁর ছেলে আরভও তাঁরই পাশে বসে ছিলেন। আজ অক্ষয় কুমারের জন্মদিন। ৫৬-এ পা দিলেন ‘খিলাড়ি কুমার’। সেই উপলক্ষ্যেই সম্ভবত তিনি উজ্জয়িনীতে গেরুয়া বসনে হাজির হয়েছেন। মন্দিরে পুজোও দেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই অক্ষয় কুমারের ‘ও মাই গড ২’ সিনেমাটি রিলিজ় করে। সেই সিনেমা ঘিরে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। এই মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতদের তরফেই সিনেমার নির্মাতাদের আইনি নোটিশও পাঠানো হয়েছিল। সিনেমার বেশ কিছু অংশ এই মন্দির চত্ত্বরেই শ্যুট হয়েছিল।সেন্সরের তরফে ‘A’ ছাড়পত্র পাওয়ার পর ছবি থেকে মন্দির চত্বরে শ্যুট হওয়া দৃশ্য সরিয়ে ফেলার দাবি জানিয়ে চিঠি লেখা হয়েছিল।

মহাকাল মন্দিরের পুরোহিত মহেশ শর্মা বলেছিলেন, ‘আমরা প্রথম থেকেই ‘ওহ মাই গড ২’ ছবির বিরোধিতা করে এসেছি কারণ মিডিয়া মারফত খবর পাওয়া যাচ্ছিল যে বেশ কিছু অপ্রীতিকর দৃশ্য রয়েছে ছবিতে। আমরা বিরোধিতা করি এবং সফলও হই। ছবিতে ২০ দৃশ্যে কাঁচি চালানো হয়েছে এবং ছবিটিকে ‘A’ ছাড়পত্র দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের (Censor Board) তরফে।’

তিনি আরও যোগ করেন, ‘এখন আমাদের দাবি হচ্ছে মহাকাল মন্দির, মহাদেব (Lord Shiva) এবং মহাকাল চত্বর সম্পর্কিত সমস্ত দৃশ্য ছবি থেকে বাদ দিতে হবে। যদি ওই দৃশ্যগুলি না সরানো হয় তাহলে আমরা ক্রিমিন্যাল কেস রেজিস্টার করব। আমরা প্রয়োজনে হাইকোর্টেও যাব এবং গোটা দেশ থেকেই ছবিটি নিষিদ্ধ করার দাবি জানাব।’ সেই মহাকালেশ্বরে মন্দিরেই কিন্তু নিজের জন্মদিনে গেলেন অক্ষয়।

(Feed Source: abplive.com)