মাঝরাতে নাটক! নবান্ন ও দিল্লিতে খামবন্দি চিঠি রাজ্যপালের, জল্পনা বাড়ছে

মাঝরাতে নাটক! নবান্ন ও দিল্লিতে খামবন্দি চিঠি রাজ্যপালের, জল্পনা বাড়ছে

কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব এখন বড় আকার নিয়েছে। রাজ্যপাল সি.ভি আনন্দ বোস শনিবার সকালে হুঁশিয়ারি দিয়েছিলেন, আজ মাঝরাতের মধ্যে ব্যবস্থা নেবেন। তার পর থেকেই জল্পনা শুরু।

রাজ্যপালকে পাল্টা দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি রাজ্যপালকে ভ্যাম্পায়ার বলে কটাক্ষ করেন। এরই মধ্যে জানা গেল, রাজ্যপাল মাঝরাতে দুটি খামবন্দি চিঠি পাঠালেন নবান্ন ও দিল্লির উদ্দেশে।

সাম্প্রতিক সময়ে উপাচার্য নিয়োগের ব্যাপার এবং রাজ্যপালকে উল্লেখ মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিষয়টি সম্পর্কে জানিয়েই দিল্লিকে চিঠি লিখেছেন রাজ্যপাল। সেই চিঠিতে উল্লেখ আছে রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গও। আপাতত রাজভবন সূত্রে খবর এমনই। যদিও দুটি চিঠির বিষয়বস্তু নিয়ে এখনও কিছু জানা যায়নি। এমনকী দিল্লিতে চিঠি কার কাছে পাঠানো হয়েছে, তারও কোনও তথ্য নেই। তবে চিঠি দুটি এই পরিস্থিতিতে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রাজ্যের মুখ্য সচিবকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয় রাজভবনে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন রাজ্যপাল।

(Feed Source: news18.com)