‘হাস্যকর রেফারিং, জোক পুরো’, কিংস কাপে হেরে রেগে আগুন, মাঠেই ক্ষোভ ঝিঙ্গানের

‘হাস্যকর রেফারিং, জোক পুরো’, কিংস কাপে হেরে রেগে আগুন, মাঠেই ক্ষোভ ঝিঙ্গানের

কিংস কাপে রেফারিংয়ের মান নিয়ে চাঁচাছোলা আক্রমণ শানালেন সন্দেশ ঝিঙ্গান। রবিবার লেবাননের বিরুদ্ধে হেরে গিয়ে কোনওরকম রাখঢাক না করে সরাসরি রেফারিদের নিশানা করেন ভারতের তারকা ডিফেন্ডার। যিনি আজ আবার অধিনায়ক ছিলেন। ঝিঙ্গান দাবি করেন, কিংস কাপের সেমিফাইনালে ইরাকের বিরুদ্ধে পেনাল্টি ছিল না। অথচ পেনাল্টি দিয়ে দেওয়া হল। রবিবারের ম্যাচেও লেবানন যে গোলটা করেছে, সেই গোলটাও বৈধ ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সন্দেশ। তিনি বলেন, ‘আমায় ফের গোলটা দেখতে হবে। যদি ওটা অফসাইড হয়, তাহলে এটা পুরোপুরি হাস্যকর।’

রবিবার লেবাননের বিরুদ্ধে ১-০ গোলে হেরে কিংস কাপে চতুর্থ হওয়ার পর সরকারি সম্প্রচারকারী সংস্থায় ঝিঙ্গান বলেন, ‘জিততে না পারায় আমরা অবশ্যই হতাশ। আমরা পুরো ম্যাচে ছড়ি ঘুরিয়েছি। আমায় ফের গোলটা দেখতে হবে। যদি ওটা অফসাইড হয়, তাহলে এটা পুরোপুরি হাস্যকর। শেষ ম্যাচে ওটা কোনওভাবেই পেনাল্টি ছিল না। এটা যদি অফসাইড হয়, তাহলে হাস্যকর হবে বিষয়টা। আমি আশা করব, ওটা যেন অনসাইড হয়। কারণ সেটা যদি না হয়, তাহলে ওটা কিছু বলার নেই। বলতেই হবে যে ভয়াবহ সিদ্ধান্ত ওটা।’

উল্লেখ্য, কিংস কাপের প্রথম ম্যাচে শক্তিশালী ইরাকের বিরুদ্ধে দু’বার এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু দু’বারই পেনাল্টি থেকে গোল শোধ করে দেয় ইরাক। যে দুটি পেনাল্টি নিয়েই বিতর্ক আছে। পরবর্তীতে পেনাল্টি শ্যুট-আউটে হেরে যায় ভারত। তারপর আজ তৃতীয় স্থানাধিকারী ম্যাচে লেবাননের বিরুদ্ধে ১-০ গোলে হেরে গিয়েছেন ইগর স্টিম্যাচের ছেলেরা। ৭৭ মিনিটে দুর্দান্ত ব্যাকভলি থেকে গোল করেন লেবানন। যদিও সেই গোলও অফসাইড হতে পারে বলে সন্দেহপ্রকাশ করছেন ঝিঙ্গান।

তবে রবিবার যে পুরো ম্যাচে ভারতের আধিপত্য ছিল বলে দাবি করেছেন ঝিঙ্গান, সেই দাবির সঙ্গে বাস্তবের আকাশ-পাতাল ফারাক আছে। ম্যাচের প্রথম সাত-আট মিনিট লেবাননের দখলে বেশি বল ছিল। তারপর ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল ভারত। একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু আক্রমণভাগে ফিনিশিং করতে না পারায় প্রথমার্ধে গোল পায়নি ভারত।

তারইমধ্যে প্রথমার্ধের শেষের পাঁচ মিনিটে ভারতের উপর চাপ বাড়াতে থাকে লেবানন। যে চাপ থেকে দ্বিতীয়ার্ধে তেমন ঘুরে দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া। মাঝেমাঝে আক্রমণে উঠলেও প্রথমার্ধের মতো নিজেদের দখলে মাঝমাঠ রাখতে পারেনি। উলটে ডিফেন্সে একাধিক ফাঁকফোকর ধরা পড়ছিল। বিষয়টা একেবারেই এরকম নয় যে খেলার বিপরীতে গিয়ে গোল করেছে লেবানন। তারপরও গোল শোধের সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু কার্যত ফ্রি-হেডার ফস্কে দেন রোহিত কুমার।

(Feed Source: hindustantimes.com)