বিহার : নিজের গ্রামের উচ্চ মাধ্যমিক স্কুলে পাঠাগার উদ্বোধন করলেন পঙ্কজ ত্রিপাঠী। ‘ওএমজি২’-র এই অভিনেতা আদতে বিহারের গোপালগঞ্জ এলাকার বেলসন্দ গ্রামের ভূমিপুত্র। তাঁর প্রয়াত বাবার নামে এই পাঠাগার শুরু করলেন পঙ্কজ। গত ২১ অগাস্ট ৯৯ বছর বয়সে প্রয়াত হন তাঁর বাবা পণ্ডিত বনারস তিওয়ারি ।
সম্প্রতি ‘মিমি’-র জন্য সেরা সহ-অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কারজয়ী পঙ্কজ জানান তিনি তাঁর গ্রামের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণসাধনের জন্য এই কাজ করতে পেরে সম্মানিত৷
পঙ্কজের কথায়, ‘‘বাবা পণ্ডিত বনারস তিওয়ারির স্মৃতিতে এই পাঠাগার উৎসর্গ করলাম৷ আমি আশা করব বেলসন্দ গ্রামের উত্তর প্রজন্মের মধ্যে জীবনভর জ্ঞান ও শিক্ষার জন্য ভালবাসা বজায় থাকবে৷ শিক্ষাই হল শ্রেষ্ঠ উপহার যা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যেতে পারি৷ জ্ঞানের পথে তাদের যাত্রায় কিছু দিতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি৷’’
‘নিউটন’, ‘স্ত্রী’-র মতো ছবির সঙ্গে ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ পঙ্কজের অভিনয় দর্শকদের মন জয় করেছে৷ এর আগেও বৈদ্যুতিন সামগ্রী, সৌরপ্যানেল-সহ নানা ক্ষেত্রে তিনি সাহায্য করেছেন তাঁর গ্রামের এই স্কুলকে৷ অভিনয়ের পাশাপাশি সমাজসেবার ক্ষেত্রে সমান উজ্জ্বল পঙ্কজ৷ দাদার সঙ্গে মিলে তিনি শুরু করেছেন তাঁদের বাবার নামে ‘পণ্ডিত বনারস তিওয়ারি ফাউন্ডেশন ট্রাস্ট’৷