বাংলাদেশঃ আইনজীবীদের মিছিলে হামলায় ফখরুলের নিন্দা

বাংলাদেশঃ আইনজীবীদের মিছিলে হামলায় ফখরুলের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ মহাসচিব জানান, দেশ এখন ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। আদালত প্রাঙ্গণে আজ বিএনপিপন্থি আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলে সরকারি মদতে পুলিশ হামলা চালিয়েছে। সরকার আবারও এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করলো। পুলিশ বাহিনী আইনকে হাতের মুঠোয় নিয়ে পুরো দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদী আইনজীবীদের উপর নগ্ন হামলায় অবৈধ সরকার এক অশুভ বার্তা জানান দিলো।

তিনি আরও জানান, সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এ সরকার হিতাহিত বিবেচনাহীন। অন্তহীন ক্ষমতার জন্য তারা জনগণের বদলে সন্ত্রাসকেই ভরসা করছে বেশি। আদালত প্রাঙ্গণেই যদি দেশের আইনজীবীদের উপর হামলা হয় তাহলে অন্যত্র কী পরিস্থিতি হতে পারে, দেশবাসীকে সেই ভাবনা উদ্বিগ্ন করে তুলেছে।

মির্জা ফখরুল আরও জানান, পুলিশ এখন বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদেরই নয়, বিএনপিপন্থি আইনজীবীদেরও তারা এখন টার্গেট করেছে। আইনজীবীদের কণ্ঠে প্রতিবাদী আওয়াজ উচ্চারিত হয়, এতে সরকারের ভিত্ত নড়ে উঠে বলেই আদালত প্রাঙ্গণে আজ আইনজীবীদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ঢাকার আইনজীবী সমিতির সামনে এ মিছিল শুরু হয়। তারপর মিছিলটি আদালতের সামনের প্রধান সড়কে এলে বাধা দেয় পুলিশ।

(Feed Source: sunnews24x7.com)