দুবাই বিমানবন্দরে হঠাৎ সাক্ষাৎ মমতা-রনিলের! পেলেন আমন্ত্রণও

দুবাই বিমানবন্দরে হঠাৎ সাক্ষাৎ মমতা-রনিলের! পেলেন আমন্ত্রণও
কলকাতা: স্পেন যাওয়ার পথে, দুবাই বিমানবন্দরে হঠাৎ দেখা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের। হল সৌজন্য বিনিময়ও। মাদ্রিদ (Madrid) উড়ে যাওয়ার আগে শ্রীলঙ্কা (Sri Lanka) যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee) এক্স হ্যান্ডেলে সাক্ষাতের ছবি পোস্ট করেছেন মমতা। তিনি লিখেছেন, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে দেখে ডাকেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনাও হয়।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে চলতি বছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

১১ দিনের জন্য বিদেশ সফরে গিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। দুবাই হয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে যাচ্ছেন তিনি। সেখান থেকে তিনি যাবে বার্সেলোনা। এবার মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান ক্লাবের একজন করে প্রতিনিধি। ফুটবল সংক্রান্ত একটি বৈঠক করবেন মুখ্য়মন্ত্রী। সেখানে হাজির থাকবেন বাংলার ক্লাবের ৩ প্রধান। ওই বৈঠকে আসার কথা সৌরভ গঙ্গোপাধ্য়ায়েরও। লন্ডন থেকে এসে ওই বৈঠকে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে।

মাদ্রিদে প্রবাসী বাঙালির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। তারপর ট্রেনে করে বার্সেলোনা পৌঁছনোর কথা তাঁর। সেখানে একটি শিল্প সম্মেলন যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। যাত্রা শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘৫ বছর পরে আমরা যাচ্ছি। স্পেন আমাদের বইমেলায় এসেছিল। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তারা পার্টনার ছিল । ওখানে ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য ইন্ডাস্ট্রি ভাল আছে। তাদের আমন্ত্রণেই আমরা যাচ্ছি। সুতরাং দেখা যাক কী কী হতে পারে। কারণ, আমাদের এখানে ২১, ২২ ও ২৩ বিজনেস সম্মেলন আছে। ওরা বারবার আসে। কিন্তু, আমরা কেউ যাই না। সেইজন্যই এই ছোট্ট দেশটাকে বেছেছি। আর দুবাইতেও আছে একটা বিজনেস সম্মেলন। আর একটা প্রবাসীদের মিটিং। সময়ে সময়ে তা জানিয়ে দেব। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।’ ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে।

(Feed Source: abplive.com)