Viral Video: চলছিল LIVE নিউজ, পিছন থেকে এসে মহিলা সাংবাদিকের নিতম্বে হাত যুবকের!

Viral Video: চলছিল LIVE নিউজ, পিছন থেকে এসে মহিলা সাংবাদিকের নিতম্বে হাত যুবকের!

মাদ্রিদ: চলছিল LIVE নিউজ৷ স্টুডিওতে বসে অ্যাঙ্কার, আর অন স্পট মহিলা রিপোর্টার রাখছিলেন তাঁর বক্তব্য৷ খবর সম্প্রচার হচ্ছিল৷ হঠাৎ চোখে পড়ল এক অদ্ভূত কাণ্ড! পিছন থেকে এক পুরুষ এসে মহিলা রিপোর্টারের নিতম্বে চাটি মেরে চলে যায়! সকলের চোখে পড় ঘটনা৷ তবে কোনও ভাবে বিচলিত না হওয়ার মরিয়া চেষ্টা করেন মহিলা সাংবাদিক৷ সামান্য মুখের অভিব্যাক্তির মধ্যে দিয়েই প্রকাশ করেন বিরক্তি৷ তবে তাঁকে থামান নিউজ অ্যাঙ্কার৷ কারণ গোটা ঘটনা খুবই অশ্লীল ছিল৷ যা কারও নজর এড়ায়নি৷

স্পেনের মাদ্রিদের মতো শহরে এমন ঘটনায় চমকে উঠেছে সকলে৷ তরুণীর প্রতি এই অশ্লীলতা ধরা পড়ল লাইভ নিউজে৷ সঙ্গে সঙ্গে অ্যাঙ্কারের কথায় অভিযুক্তের দিকে ক্যামেরা তাক করা হয়৷ সাংবাদিকও তাকে উল্টে প্রশ্ন করেন৷ কিন্তু সেই ব্যক্তি যেন নির্বিকার৷ হেসে হেসে কথা বলে এবং শেষে আবারও মহিলা সাংবাদিকের মাথার চুলে হাত দেয়৷ পুরো ভিডিওটি ভাইরাল হয়েছে নিমেষে৷

(Feed Source: news18.com)